ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী পেসার আমির।
Published : 14 Dec 2024, 04:09 PM
অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের পর ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ আমিরও। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই পেসার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার বিবৃতি দিয়ে এই দুজনের অবসরের কথা জানায়। ইমাদের বিদায়ের খবর এসেছিল অবশ্য আগের দিনই।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আমির। নিজের প্রথম বৈশ্বিক আসরেই পান শিরোপার স্বাদ।
কিন্তু ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে পরের বছরই। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। কয়েক মাসের কারাদণ্ডও ভোগ করেন তিনি।
কঠিন সেই সময় পার করে ২০১৬ সালে জাতীয় দলে ফেরেন আমির। পরের বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে রাখেন বড় অবদান। তবে ২০২০ সালের ডিসেম্বরে ‘টিম ম্যানেজমেন্টের মানসিক নির্যাতন’ ও প্রচণ্ড চাপকে কারণ দেখিয়ে আচমকা তিনি বিদায় বলে দেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে গত মার্চে অবসর থেকে ফেরার ঘোষণা দেন আমির। পরের মাসে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানো হয় তাকে।
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বে থেকে বিদায় নিলেও খারাপ করেননি আমির। ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি।
বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই হয়ে থাকল ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ৬২ টি-টোয়েন্টিতে তার উইকেট ৭১টি। ৩৬ টেস্টে উইকেট ১১৯টি, ৬১ ওয়ানডেতে শিকার ৮১টি।