উত্তরসূরিদের নিজেদের ভাবনায় আস্থা রাখার দৃঢ় মনোভাব ভালো লাগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের।
Published : 29 Jan 2024, 04:27 PM
হায়দরাবাদে ভারতকে হারানোর পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, ব্যর্থতাকে তারা ভয় পান না। নিজেদের ভাবনায় অটল থাকার কথা অনেকবারই শুনিয়েছেন তারা। উত্তরসূরিদের এই মানসিকতা বেশ পছন্দ নাসের হুসেইনের। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বাইরের আলোচনা-সমালোচনায় কান দেন না স্টোকসরা।
ভারতে ইংল্যান্ডের আগ্রাসী ‘বাজবল’ কৌশলের কার্যকারিতা নিয়ে সিরিজের আগে বেশ চর্চা হয়েছিল। তবে শঙ্কাকে উড়িয়ে দিয়ে নিজেদের ধরনে অনড় থেকেই ২৮ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে সফরকারীরা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি ইংল্যান্ড। এটা নিয়েও হয়েছিল অনেক চর্চা। সঙ্গে স্পিন সহায়ক উইকেটের দল কেমন হওয়া উচিত, এনিয়েও কথা কম হয়নি। তবে বাইরের এসব কিছুর পরোয়া না করে নিজেদের পরিকল্পনাতেই অটল ছিল সফরকারীরা।
ইংল্যান্ডের হয়ে ৯৬ টেস্ট খেলা নাসের স্কাই স্পোর্টসে কলামে লিখেছেন, এই জয়ে ফুটে উঠছে বর্তমান ইংলিশ ক্রিকেটারদের নিজেদের ওপর অগাধ বিশ্বাসের দিকটি।
“এই জয় থেকে বোঝা যায়, তাদের মধ্যে দারুণ আত্মবিশ্বাস রয়েছে। তারা যেভাবে খেলছে এবং কাজগুলো নিজেদের মতো করছে, সেসবের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। অন্যরা অন্য ক্রিকেটার দলে নিত, প্রস্তুতি ম্যাচের প্রয়োজন ছিল- বাইরের এসব কথাবার্তা নিয়ে তারা মোটেও চিন্তিত নয়।”
“এই দলটির যে জিনিসটি আমার পছন্দ, সেটি হলো তাদের জেদ। আপনি যদি তাদের নিয়ে সংশয় প্রকাশ করেন, তারা সেটাকে আরও দ্বিগুণ করবে এবং আরও জেদি হয়ে উঠবে। এটা ভালো দিক, কারণ আপনি যদি এসব আলোচনা ক্রমাগত শুনতে থাকেন যেগুলো লেখা ও বলা হচ্ছে; তাহলে আপনি নিজের পরিকল্পনায় অটল থাকতে পারবেন না।”
‘বাজবল’ কৌশল যে ভারতের কন্ডিশনেও উপযুক্ত, সেটার প্রমাণ দিয়েছে ইংল্যান্ড। যা ভারতের জন্য ভাবনার বলে মনে করছেন নাসের।
“তারা (ভারত) ঘুরে দাঁড়াবে। দুর্দান্ত একটি দল তারা, আর ইতিহাস বলছে ইংল্যান্ডের জন্য এখানে খেলা কঠিন হবে। তবে ইংল্যান্ড যেহেতু দেখিয়েছে এই কন্ডিশনেও বাজবল কাজ করে, তার মানে এটা ভারতের জন্য সতর্কবার্তা।”
বিশাখাপাত্নামে আগামী শুক্রবার শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।