প্রথমবার বাংলাদেশে এসে সাকিব আল হাসানের চিন্তাভাবনার প্রশংসায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।
Published : 11 Feb 2023, 04:53 PM
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। দেশে তো বটেই, বিদেশেও অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা তিনি। ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা তারকার গুণে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডা। বিশেষ করে ক্রিকেট নিয়ে নিয়ে সাকিব যেভাবে ভাবেন, ম্যাচ যেভাবে পড়তে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্যই তাকে অনুসরণ করেন লিন্ডা।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছেন লিন্ডা। সাকিবের মতোই বাঁহাতি স্পিন অলরাউন্ডার তিনি। বয়সের পার্থক্যও খুব বেশি নয় দুজনের। তবু ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার পথে সাকিবকে দেখে প্রেরণা খুঁজে নিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার।
পিএসএল খেলতে ইমাদ ওয়াসিম চলে যাওয়ায় সিলেট দলের স্পিন আক্রমণে তৈরি হয়েছে বড় শূন্যতা। সেজন্য নেওয়া হয়েছে লিন্ডাকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন বলে বোলিংয়ের পারদর্শিতা দেখানো বাঁহাতি স্পিনারকে বিপিএলেও হয়তো দেখা যাবে একই ভূমিকায়।
নতুন টুর্নামেন্টে যাত্রা শুরুর আগের দিন শনিবার সিলেটের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিন্ডা জানালেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের ভাবনা।
“আমি (বাংলাদেশের ক্রিকেট) অনুসরণ করি। আসলে অনেক ক্রিকেটই অনুসরণ করি। অন্য খেলোয়াড়দের সম্পর্কে জানার চেষ্টা করি। অনেক খেলা অনুসরণ করি। সত্যি বলতে এই লিগ (বিপিএল) দেখে খুবই পছন্দ হয়েছে আমার। দেখে মনে হচ্ছে খুবই কঠিন টুর্নামেন্ট।”
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিন্ডার সবচেয়ে পছন্দ সাকিবকে। এর কারণও জানালেন তিনি।
“সাকিব আল হাসানকে সবসময় ভালো লাগে। তিনি আমার খুব পছন্দের। বড় হওয়ার পর থেকে আমি তাকে দেখছি। তিনিই আমার পছন্দের।”
“(সাকিবকে) আমার তেমন কিছু বলার নেই। সত্যি বলতে, তার মতো করে ভাবতে চাই, বিশেষ বিশেষ সময়ে তিনি যেভাবে ভাবেন। আমার মনে হয়, ক্রিকেটে আমরা দুজন একই ধরনের ভূমিকা পালন করি। তো আমি তার মতো ভাবতে চাই।”
গত বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিন্ডা। খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবারের ম্যাচে ছিলেন একাদশের বাইরে। তবে কোয়ালিফায়ার পর্বের ম্যাচগুলিতে হয়তো বড় দায়িত্ব পালন করতে হবে বাঁহাতি স্পিনারকে। সেই ব্যাপারে নিজের ওপর আত্মবিশ্বাস আছে তার।
“এটি (এসেই মানিয়ে নেওয়া) কঠিন। আমাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এছাড়া সময়ের একটা পার্থক্য আছে। দক্ষিণ আফ্রিকায় মানুষ এখনও ঘুমাচ্ছে। আমি জেগে আছি। আমার আত্মবিশ্বাস আছে ভালো করার।”
“আমরা ভালোভাবে প্রস্তুত। চুক্তি স্বাক্ষর করার পর থেকে তাদের (সিলেট দলকে) ভালোভাবে অনুসরণ করছি। আমার মতে, তারা খুব ভালো করছে। আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে প্রস্তুত। যখন কোনো দল জেতে তখন ভালো অবস্থায় থাকে। ভালো ক্রিকেট খেলার পথ খুঁজে নেয়।”
বাংলাদেশে প্রথমবার এলেও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভারত এবং পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে পাকিস্তানে খেলেছেন লিন্ডা। উপমহাদেশে আগে খেলার অভিজ্ঞতা বিপিএলেও সাহায্য করবে বলে আশাবাদী ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অলরাউন্ডার।
“আমি অনেক টি-টোয়েন্টি খেলেছি। বিশ্বের অনেক জায়গায় খেলেছি। ভারত, পাকিস্তানে খেলেছি। প্রায় একই ধরনের কন্ডিশন বলা যায়। আমার মনে হয় খুব বেশি কিছু বদলাতে হবে না। নিজের স্বাভাবিক কাজটা করলেই হবে। বাকিটা দেখা যাবে।”