সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের শিরোপাধারীরা।
Published : 08 Mar 2025, 10:50 PM
আসন্ন আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ হলো আরেক সদস্য। গত আসরের চ্যাম্পিয়নদের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন ওটিস গিবসন। রায়ান টেন ডেসকাটের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার।
গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ব্যাপক রদবদল হয়েছে কলকাতা দলে। শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে তারা ছেড়ে দিয়েছে মেগা নিলামের আগে। নতুন অধিনায়ক করা হয়েছে আজিঙ্কা রাহানেকে।
ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরের পদ ছেড়ে ভারতের প্রধান কোচ হন গৌতাম গাম্ভির। কলকাতা থেকে ভারতের কোচিং স্টাফে যোগ দেন ডেসকাট ও আভিশেক নায়ারও।
মেন্টর হিসেবে কলকাতা এনেছে সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। প্রধান কোচ হিসেবে আগে থেকেই আছেন চান্দ্রাকান্ত পাণ্ডিত, বোলিং কোচ ভারাত আরুন, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা গিবসনের প্রথম শ্রেণির ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ। বিশেষ করে ইংলিশ কাউন্টিতে ইনিংসে ১০ উইকেটের সবকটি নেওয়ার কীর্তিসহ তার রেকর্ড দুর্দান্ত। পরে কোচিংয়ে তিনি খ্যাতি অর্জন করেন ইংল্যান্ড থেকেই। ২০০৭ সাল থেকে তিন দফায় ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ।
কোচ হিসেবে সেরা সাফল্য অবশ্য তার ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন ক্যারিবিয়ানদের কোচ। তার কোচিংয়েই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরে দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের।
২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার ঠিক আগে বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ ছিলেন তিনি। বাংলাদেশের কোচিং স্টাফে তিনি কাজ করেন দুই বছর। বাংলাদেশের পেস বোলিং সংস্কৃতি বদলানোয় তার আছে বড় অবদান।
বাংলাদেশে চুক্তির মেয়াদ শেষে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন গিবসন। পরে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রধান কোচ হন তিনি। কাজ করেন বেশ কয়েকটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলেও। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ।
আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।