তামিম-মুশফিক-তাইজুলদের হারিয়ে শক্তি হারিয়ে ফেলা দল একটু স্বস্তি পেল অভিজ্ঞ বাঁহাতি পেসারকে পেয়ে।
Published : 15 Apr 2025, 05:25 PM
গত কয়েক দিন মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে একাই অনুশীলন করেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার দেখা গেল ব্যতিক্রম ঘটনা। গায়ে জাতীয় দলের অনুশীলন জার্সি হলেও তিনি বোলিং করলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটারদের সঙ্গে। লম্বাসময় মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলতেও দেখা গেল বাঁহাতি পেসারকে।
এই দৃশ্যে স্বাভাবিকভাবে জাগে কৌতূহল। পরে খোঁজ নিয়ে জানা গেল, ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলবেন মুস্তাফিজ। সে লক্ষ্যে দলটির সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
“মুস্তাফিজের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। সুপার লিগে আমাদের দলে খেলবে। এরই মধ্যে আমাদের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে।”
বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের সেরা ছয় অর্থাৎ সুপার লিগের খেলা। শিরোপার লড়াইয়ে নিজেদের শক্তি বাঁড়াতে এই পর্বের পাঁচ ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে নিল মোহামেডান।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফেরার পর থেকে মাঠের বাইরে মুস্তাফিজ। জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা বিভিন্ন ক্লাবে নাম লেখালেও প্রথম পর্বে কোনো দলে দেখা যায়নি তাকে।
তবে দলবদলের সময় টোকেন ঠিকই তুলেছিলেন গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা ২৯ বছর বয়সী পেসার। সেটি তখন জমা দেননি তিনি। লিগের শেষ দিকে এসে প্রথমবারের মতো মোহামেডানে খেলার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ পেসার।
সিসিডিএম থেকে জানা গেছে, এখনও মুস্তাফিজের নিবন্ধন করায়নি মোহামেডান। বুধবার এই আনুষ্ঠানিকতা সারার কথা রয়েছে। মুস্তাফিজ ছাড়াও ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ নাবিল সামাদ ও ফরহাদ হোসেনকেও দলে যুক্ত করার কথা ভাবছে মোহামেডান।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ডাক পাওয়ায় এরই মধ্যে মোহামেডান ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহিদুল ইসলাম।
এছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ায় লিগে আর খেলা হবে না তামিম ইকবালের। আম্পায়ারদের সঙ্গে অসদাচরণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তামিমের জায়গায় পরের ম্যাচগুলোতে অধিনায়কত্ব করা তাওহিদ হৃদয়।
একঝাঁক ক্রিকেটারকে হারিয়ে শক্তি অনেকটাই কমেছে মোহামেডানের৷ সুপার লিগে তাই মুস্তাফিজকে নিয়ে শিরোপার লড়াইয়ে নামার আশা তাদের। প্রথম পর্বের ১১ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ শুরু করবে তারা।