আইপিএল
ম্যাচ পাতানোর অভিযোগ তোলা জায়দিপ বিহানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
Published : 23 Apr 2025, 03:35 PM
আইপিএলের চলতি আসরে চ্যালেঞ্জিং সময় পার করছে রাজস্থান রয়্যালস। মাঠের বাজে পারফরম্যান্সের কারণে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে ম্যাচ-ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ। যা পুরোপুরি উড়িয়ে দিয়ে কড়া জবাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে সুপার ওভারে হেরে যায় রাজস্থান। দুই দিন পর রুদ্ধশ্বাস লড়াইয়ে তাদের বিপক্ষে ২ রানের অসাধারণ এক জয় তুলে নেয় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
ওই দুই ম্যাচেই জয়ের জন্য শেষ ৬ বলে ৯ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। উইকেটও হাতে ছিল ৭টি ও ৬টি করে। টি-টোয়েন্টির এই যুগে এই রান তাড়া করা কঠিন কিছু নয়। কিন্তু দুইবারই সেটা করতে ব্যর্থ হয়ে রাজস্থান।
এরপরই রাজস্থানের দিকে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাড–হক কমিটির আহ্বায়ক জায়দিপ বিহানি। ভারতীয় সংবাদ মাধ্যমে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা হয়েছে, সাধারণত প্রতিবার যে পরিমাণ আইপিএলের টিকেট পেয়ে থাকে আরসিএ, এবার তার চেয়ে কম পেয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাটির অসন্তোষের পেছনে এটা মূল কারণ।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সাধারণত আরসিএ-কে প্রতি ম্যাচের ১ হাজার ৮০০ টিকিট দেয় রাজস্থান রয়্যালস। কিন্তু ২০২৫ সালে সেটা কম দেওয়া হচ্ছে। ম্যাচপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টিকিট দিচ্ছে তারা।
বিহানির সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাজস্থান। ‘মিথ্যাচার’ করার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে রাজস্থান সরকার ও রাজ্য স্পোর্টস কাউন্সিলকে চিঠিও লিখেছে তারা।
“রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাড-হক কমিটির আহ্বায়ক জায়দিপ বিহানি সাম্প্রতিক ম্যাচে রাজস্থান রয়্যালসের (আরআর) পারফরম্যান্স নিয়ে বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং আইপিএল ম্যাচে কারচুপির ইঙ্গিত দিয়েছেন।”
“এই প্রকাশ্য অভিযোগ রাজস্থান রয়্যালসের খ্যাতি ও ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে। এই ধরনের বক্তব্য অহেতুক বিতর্ক বাড়িয়ে তুলেছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাও করছে। এছাড়া রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, রাজস্থান স্পোর্টস কাউন্সিল ও বিসিসিআইয়ের পাশাপাশি পুরো ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা কমানোয় জন্য বিহানি কাজ করেছেন। যেখানে আমরা গত ১৮ বছর ধরে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে সফলভাবে কাজ করছি।”
নিউজ১৮ রাজস্থানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিহানি দাবি করেন, এই মৌসুমে সাওয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল ম্যাচ পরিচালনায় আরসিএ-র অংশগ্রহণ আটকে দিয়েছে রাজস্থান।
বিহানির এই অভিযোগকে ‘মিথ্যা’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। চিঠিতে বিসিসিআইয়ের নির্দেশনা অনুসরণ করার কথা বলেছে তারা।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে দুটি জিতেছে রাজস্থান। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম। দলটির পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।