বিপিএল
দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব দেওয়া হলে ভেবে দেখার কথা বললেন আকবর আলি।
Published : 27 Dec 2024, 04:00 PM
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার চার বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা এখনও জাগাতে পারেননি আকবর আলি। নিজের সঙ্গেই তাই প্রতিযোগিতায় নামছেন তিনি। সেই অভিযানে ভালো করতে সামনের বিপিএলে ওপরের দিকে ব্যাটিংয়ের দাবি জানিয়ে রাখলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
রংপুর বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি নিয়ে এবার দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন আকবর। মিরপুরে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন তিনি।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পছন্দের ব্যাটিং পজিশনের কথা বলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
“ব্যক্তিগতভাবে চিন্তা করলে আমি মনে করি, পাঁচ নম্বর জায়গাটা খুব ভালো হবে। চার বা পাঁচ নম্বর। এর নিচে না। তবে দিন শেষে দল আমাকে যেভাবে চিন্তা করবে, সেভাবে খেলতে হবে। ব্যক্তিগত ইচ্ছার কথা জানতে চাইলে চার বা পাঁচ নম্বরে খেলতেই পছন্দ করব।”
প্রায় পাঁচ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বেশিরভাগ সময় ছয়ের নিচে খেলেছেন আকবর। ৪৪ ইনিংসের মধ্যে ২৫টিতেই তাকে নামতে হয়েছে পাঁচ নম্বরের পরে। তবে সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বদলেছে এই চিত্র।
ঘরোয়া ওই টুর্নামেন্টে ৯ ইনিংসেই ৪-৫ নম্বরে খেলেন রংপুর অধিনায়ক। ওপরে ব্যাটিং করার সুযোগ ভালোভাবেই কাজে লাগান তিনি। দুই ফিফটিসহ ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে দলের সর্বোচ্চ ২০৮ রান করেন আকবর।
বিপিএলে আগের তিন আসরে ১৫ ম্যাচে মাত্র দুইবার ছয় নম্বরের আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। এবার তাই নিজ থেকেই ওপরে নামার দাবি জানিয়ে রাখলেন তিনি। আর ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেলে যদি এনসিএলের মতোই পারফর্ম করতে পারেন, তাহলে সম্ভাবনা জাগতে পারে জাতীয় দলেও ডাক পাওয়ার।
তবে সেটি এখন সহজ হবে না আকবরের জন্য। কারণ সম্প্রতি সুযোগ পেয়ে তিন সংস্করণেই চমৎকার ব্যাটিং করছেন জাকের আলি। তাই কঠিন প্রতিযোগিতায়ই নামতে হবে আকবরকে। এই প্রসঙ্গে তার ভাবনা অবশ্য ভিন্ন।
“আমার মনে হয় না, প্রতিযোগিতাটা অন্য কারও সঙ্গে। আমার মতে, প্রতিযোগিতাটা নিজের সঙ্গে। আমি যদি ভালো করতে পারি, অবশ্যই আমার সুযোগ আসবে।”
এসময় স্বাভাবিকভাবেই আসে অধিনায়কত্বের প্রসঙ্গ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি কিংবা চার দিনের সংস্করণে ২০২২ সালে রংপুরকে শিরোপা জেতানো অধিনায়ক সামনের বিপিএলে নেতৃত্ব পেলে নেবেন কিনা জানতে চাওয়া হয়।
উত্তরে ফ্র্যাঞ্চাইজির কোর্টেই বল রাখেন আকবর।
“(অধিনায়কত্ব পেলে কী করব) এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।”
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দ্রুত ছন্দ খুঁজে নিতে পারলে দলের ভালো সম্ভাবনার কথা বললেন আকবর।
“টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে যে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।”