ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রুতুরাজ গায়কোয়াড়কে দলে না রাখায় ক্ষুব্ধ দেশটির সাবেক ওপেনার ও প্রধান নির্বাচক।
Published : 02 May 2024, 06:30 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে গুরুতর এক অভিযোগ তুলেছেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত। দেশটির সাবেক ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক বলেছেন, দল গঠনে পক্ষপাতিত্ব করা হয়েছে।
মূলত বিশ্বকাপ দলে ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে না রাখায় বেজায় চটেছেন শ্রীকান্ত। তার মতে, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই দলে জায়গা প্রাপ্য চেন্নাই সুপার কিংস অধিনায়কের।
মাহেন্দ্র সিং ধোনির বদলে চলতি আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ। বাড়তি এই দায়িত্ব তার ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো বিরূপ প্রভাব ফেলেনি। উল্টো দারুণ ব্যাটিংয়ে দলকে পথ দেখিয়ে চলেছেন তিনি।
ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের এবারের আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৫০৯ রান করেছেন রুতুরাজ। ৪টি ফিফটির পাশাপাশি করেছেন একটি সেঞ্চুরি। তার স্ট্রাইকরেটও বেশ ভালো, ১৪৬.৬৮। রান সংগ্রাহকের তালিকায় আপাতত সবার ওপরে তিনি। দুইয়ে থাকা ভিরাট কোহলির রান ঠিক ৫০০।
ভারতীয় ওপেনারদের মধ্যে বিশ্বকাপ দলে ডাক পাওয়া শুবমান গিল (৩২০), রোহিত শার্মা (৩১৫) ও ইয়াশাসভি জয়সওয়ালের (২৪৯) চেয়ে এবারের আইপিএলে বেশি রান রুতুরাজের। রোহিত ভারতের অধিনায়ক, দলের সেরা ব্যাটসম্যানদের একজন। তার সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দলে কোহলি ও জয়সওয়ালকে রেখেছে ভারত। আর আরেক টপ অর্ডার ব্যাটসম্যান শুবমান গিলকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
ফর্মে থাকা রুতুরাজের সুযোগ না পাওয়া মানতে পারছে না শ্রীকান্ত। বিশেষ করে, গিলের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ দল নিয়ে আলাপচারিতায় অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের।
“শুবমান একেবারেই ছন্দে নেই। কিন্তু তাকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, দলে রুতুরাজ গায়কোয়াড়ের জায়গা প্রাপ্য। ১০ ইনিংসে সে পাঁচশর বেশি রান করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একটি সেঞ্চুরিও আছে।”
“শুবমান গিল নির্বাচকদের পছন্দ। ব্যর্থ হলেও সে সুযোগ পায়। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও জায়গা পেয়ে যায় সে। দল নির্বাচনে অনেক পক্ষপাতিত্ব হচ্ছে। দল নির্বাচন মানেই এখন পক্ষপাতিত্ব।”
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক আসরে পথচলা শুরু করবে ভারত।