প্লে-অফের ম্যাচ খেলতে তড়িঘড়ি করে বিদেশি ক্রিকেটার উড়িয়ে আনা খুব আদর্শ কিছু নয়, বললেন রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
Published : 03 Feb 2025, 06:57 PM
সকালে নিজ দেশে প্রথম শ্রেণির ম্যাচ আর সন্ধ্যায় আইএলটি-টোয়েন্টি খেলে বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। কাছাকাছি ঘটনা নিয়মিত দেখা যায় বিপিএলেও। এই যেমন এবার আন্দ্রে রাসেল! রোববার রাতে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির ম্যাচ খেলে পরদিন দুপুরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলতে নেমে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। টিম ডেভিড ও জেমস ভিন্সও একই ফ্লাইটে সকালবেলা ঢাকায় পৌঁছে খেলেছেন দুপুরের ম্যাচ।
বিপিএলের গত কয়েক আসরের নিয়মিত চিত্র এটি। লিগ পর্ব পেরোতে পারলে প্লে-অফের লড়াইয়ে নামার আগে তড়িঘড়ি করে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে আসে দলগুলো। রংপুরও ব্যতিক্রম নয়। তবে দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের মতে, এভাবে বিদেশি ক্রিকেটারদের খেলানো আদর্শ নয়।
রংপুরের হয়ে প্লে-অফ খেলতে সোমবার সকাল ১০টার কাছাকাছি সময়ে ঢাকায় পৌঁছেছেন রাসেল, ডেভিড ও ভিন্স। আগের রাতে আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাসেল। ডেভিড ও ভিন্স শনিবার রাতে খেলেছেন গালফ জায়ান্টসের জার্সিতে। ওই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনজনই এসেছেন বিপিএলে।
সকালে ঢাকায় এসে টিম হোটেলে গিয়ে ব্যাগ রেখেই তিন ক্রিকেটারকে চলে আসতে হয়েছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কোনোরকম বিশ্রাম বা অনুশীলন ছাড়াই দুপুরে এলিমিনেটর ম্যাচ খেলেছেন তারা।
তিন জনের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি দলের। তাদের সম্মিলিত সংগ্রহ মোটে ১২ রান। রংপুরের বাকিরাও পারেননি তেমন কিছু করতে। মাত্র ৮৫ রানে গুটিয়ে গিয়ে খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটে হেরেছে তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুল ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের উদাহরণ তুলে ধরলেন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মের ক্ষেত্রে।
“ইংল্যান্ডে যেটা হয়, বিদেশিরা লিগ পর্বে তিনটি (আসলে একটি) ম্যাচ খেললে তারপর নকআউট পর্বে খেলার অনুমতি দেয়। আমাদের বিপিএলে এই ধরনের কোনো নিয়ম নেই। খেলার দিন সকালে নিয়ে এলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আদর্শ নয়।”
“আমাদের গত বছর এই জিনিসটাই হয়েছিল। প্রচুর বিদেশি ক্রিকেটার তারা দুই ম্যাচ পরপর পরিবর্তন করেছে। এবার প্লেয়ার্স ড্রাফটে আমাদের পরিকল্পনা ছিল, যারাই খেলবে তারা যেন সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলতে পারে।”
শুরুতে নিজেদের পরিকল্পনায় সফলও ছিল রংপুর। টুর্নামেন্টের শুরু থেকে তাদের হয়ে খেলেছেন স্টিভেন টেইলর, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ায় চট্টগ্রাম পর্ব শেষে পাকিস্তানে চলে যান খুশদিল।ফর্ম না থাকায় টেইলরের ওপর ভরসা রাখতে পারেনি রংপুর।
“খুশদিল আকিফ, ইফতিখার কিন্তু সবগুলো ম্যাচ খেলেছে। জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশদিলের চলে যেতে হয়েছে। শুরু থেকে টেইলর ছিল। সে জিএসএলে (গ্লোবার সুপার লিগ) যেভাবে খেলেছে এখানে সেটা পারেনি। সেই কারণেই ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নামগুলো আনার।”
“এটা তো অবশ্যই আদর্শ নয়। দলের সঙ্গে যদি অন্তত ২-৩ দিন না থাকে, তাহলে তো দলের সদস্যদের চেনাও কঠিন হয়ে যায়।”
আইএলটি-টোয়েন্টি থেকে খুলনা দলেও এসেছেন দুজন ক্রিকেটার। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে রোববার রাতের ম্যাচ খেলে সোমবার সকালে ঢাকায় এসেছেন জেসন হোল্ডার। রংপুরের বিপক্ষেও খেলেছেন পেস অলরাউন্ডার। এছাড়া গালফ জায়ান্টসে খেলা শিমরন হেটমায়ারকেও নিয়েছে খুলনা। একই টুর্নামেন্টে আবু ধাবির যাত্রা শেষ হওয়ায় আবার ফরচুন বরিশালে যোগ দিয়েছেন কাইল মেয়ার্স। সোমবার সন্ধ্যায় তিনি খেলতে নেমেছেন বরিশালের হয়ে।