এরই মধ্যে দল ছেড়ে বাড়ির পথ ধরেছেন স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা।
Published : 28 Nov 2023, 08:23 PM
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে দলে ব্যাপক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের যারা এই সিরিজে ছিলেন, তাদের বেশিরভাগই ফিরে যাচ্ছেন দেশে। দলে যোগ করা হয়েছে চার জনকে।
তৃতীয় ম্যাচের আগে দেশে ফেরার ফ্লাইট ধরেছেন স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা। গুয়াহাটিতে মঙ্গলবারের এই ম্যাচের পরদিন বাড়ির পথ ধরবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস ও শন অ্যাবট।
এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই কিপার-ব্যাটসম্যান বেন ম্যাকডারমট ও জশ ফিলিপ। চতুর্থ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিস ও অফ স্পিনার ক্রিস গ্রিন।
বিশ্বকাপজয়ী দলের আট জনকে টি-টোয়েন্টি সিরিজে রেখেছিল অস্ট্রেলিয়া। তাদের মধ্যে ডেভিড ওয়ার্নার সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ান। সিরিজের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন ছয় জন।
সিরিজ খেলতে ভারতে রয়ে গেলেন বিশ্বকাপজয়ী দলের শুধু একজন- ফাইনালের নায়ক ট্রাভিস হেড। প্রথম দুই ম্যাচে বেঞ্চে থাকার পর তৃতীয় ম্যাচে খেলছেন এই বাঁহাতি ওপেনার।
দলে আরও থাকছেন লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘা, যিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ট্রাভেল রিজার্ভ হিসেবে ছিলেন।
পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে আছে স্বাগতিক ভারত।