তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচেও মাঠে নামতে পারল না বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস (‘এ’ দল)।
Published : 30 Aug 2024, 03:13 PM
বৃষ্টিময় এক সফরের শেষটাও বৃষ্টিস্নাত হলো বাংলাদেশ ‘এ’ দলের। দুটি চার দিনের ম্যাচের পর এক দিনের ম্যাচের সিরিজেও বাগড়া বাধাল প্রকৃতি। পরপর দুই ম্যাচ হয়ে গেল পরিত্যক্ত।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে শুক্রবার ভেসে গেছে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিও হয়নি বৃষ্টির কারণে। তাই প্রথম ম্যাচ জেতা শাহিনসের ঘরে উঠেছে সিরিজের ট্রফি।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩৬ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। পরে উসমান খানের ঝড়ে ২৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল।
এর আগে দুই দলের চার দিনের দুই ম্যাচেও হানা দেয় বৃষ্টি। দুই ম্যাচ মিলিয়েও পুরো চার দিন খেলা সম্ভব হয়নি। ফলও আসেনি কোনো ম্যাচে। ট্রফি ভাগাভাগি করে নেয় দুই দল।
দ্বিতীয় চার দিনের ম্যাচে ১১১ রান করা সাইফ হাসান পরে এক দিনের ম্যাচে খেলেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। এছাড়া চার দিনের ম্যাচটিতে প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ১৭২ রান করেন জাকের আলি।