জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ
পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের প্রয়োজন ৩ উইকেট, জিম্বাবুয়ের চাই ১০৯ রান।
Published : 09 Feb 2025, 10:32 PM
দিনের এক সেশনের বেশি ভেসে গেল বৃষ্টিতে। বাকি যে সময় খেলা হলো বল হাতে আলো ছড়ালেন ম্যাথু হামফ্রেজ। বাঁহাতি স্পিনের জাদুতে জিম্বাবুয়েকে চেপে ধরলেন তিনি। দারুণ এক জয়ের পথে অনেকটা এগিয়ে চতুর্থ দিন শেষ করল আয়ারল্যান্ড।
বুলাওয়ায়োতে একমাত্র টেস্টে ২৯২ রানের লক্ষ্য তাড়ায় রোববার ৭ উইকেটে ১৮৩ রান করেছে জিম্বাবুয়ে। পঞ্চম ও শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ১০৯ রান। জয়ের জন্য আইরিশদের চাই কেবল ৩ উইকেট।
টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে সবশেষ দুই টেস্ট জয়ের স্বাদ পায় তারা; ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে। এবার টানা তৃতীয় জয়ের দুয়ারে দলটি।
আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়া হামফ্রেজ দিন শেষ করেছেন ৪১ রান ৪ উইকেট নিয়ে। দুই উইকেট প্রাপ্তি পেসার ব্যারি ম্যাককার্থির। অন্যটি নেন আরেক পেসার মার্ক অ্যাডায়ার।
জিম্বাবুয়ের হয়ে লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। ৭ চারে ১৪৭ বলে ৬১ রান করে অপরাজিত আছেন তিনি। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। থিতু হয়ে ৩ চারে ৪৫ রান করেছেন ব্রায়ান বেনেট। অধিনায়ক জোনাথান ক্যাম্পেলের ব্যাট থেকে এসেছে ৩ চারে ৩৩।
বৃষ্টির কারণে ২০ মিনিট দেরিতে শুরু হয় দিনের খেলা। এরপর খেলা শুরু হলেও আর দুই দফায় বাধা দেয় প্রকৃতি। এদিন খেলা হয়েছে ৫৩ ওভার।
মেঘলা আকাশের নিচে ৩ উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম ওভারেই নাইটওয়াচম্যান ট্রেভর গুয়ান্ডাকে হারায় জিম্বাবুয়ে। এরপর প্রতিরোধ গড়েন ১১ রান নিয়ে দিন শুরু করা বেনেট ও মাধেভেরে। বেনেটকে কট বিহাইন্ড করে ৬৫ রানের জুটি ভাঙেন হামফ্রেজ।
এরপর আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ক্যাম্পবেল ও মাধেভেরে। ক্যাম্পবেলের ফিরতি ক্যাচ নিয়ে ৫৬ রানের জুটির ইতি টানেন ২২ বছর বয়সী হামফ্রেজ। পরে দ্রুত মায়াভোকে ফিরিয়ে দেন তিনি।
নিয়ামহুরিকে নিয়ে দিনের বাকি সময় কাটিয়ে দেন মাধেভেরে। ১৯ বল খেলে ৫ রান নিয়ে অপরাজিত নিয়ামহুরি।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৭
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯৮
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ২৯২) ৬৮ ওভারে ১৮৩/৭ (আগের দিন ৩৮/৩) (বেনেট ৪৫, গুয়ান্ডা ২, মাধেভেরে ৬১*, ক্যাম্পবেল ৩৩, মায়াভো ৮, নিয়ামহুরি ৫*; অ্যাডায়ার ১৬-২-৪৪-১, ম্যাককার্থি ৮-০-২২-২, হামফ্রেজ ১৯-৫-৪১-৪, ম্যাকব্রাইন ১৭-৪-৪৭-০, ইয়াং ৭-০-২০-০, ক্যাম্পার ১-০-৩-০)