উত্তরসূরিদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান কামরান আকমল।
Published : 11 May 2024, 04:28 PM
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হার মানতেই পারছেন না কামরান আকমল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্সে বেজায় চটেছেন তিনি। উত্তরসূরিদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগও তুলেছেন পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান। তার মতে, দলের চিন্তা বাদ দিয়ে ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য খেলছেন অনেকেই।
আইরিশদের বিপক্ষে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারে পাকিস্তান। ডাবলিনে সফরকারীদের ১৮২ রান ১ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা।
এদিন টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের হয়ে ফিফটি করেন কেবল বাবর আজম। ১ ছক্কা ও ৮ চারে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। এই ইনিংসের পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে ভিরাট কোহলির পাশে বসেন তিনি।
সাইম আইয়ুবের ২৯ বলে ৪৫, ইফতিখার আহমেদের ১৫ বলে ৩৭ ও শাহিন শাহ আফ্রিদির ৮ বলে ১৪ রানের সুবাদে লড়ার মতো পুঁজি পায় পাকিস্তান।
কিন্তু পাকিস্তানের বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। আফ্রিদি, নাসিম শাহদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ২ ছক্কা ও ১০ চারে ৫৫ বলে ৭৭ রানের ইনিংসে আইরিশদের জয়ের ভিত গড়ে দেন অ্যান্ডি বালবার্নি। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে গিয়ে জয়ের বন্দরে পৌঁছায় আয়ারল্যান্ড।
শক্তিতে পিছিয়ে থাকা আইরিশদের বিপক্ষে হারের পর পাকিস্তান দলের ক্রিকেটারদের স্বার্থপর মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, এসব ক্রিকেটারদের দ্রুতই শনাক্ত করা উচিত টিম ম্যানেজমেন্টের।
“আমরা তখনই ভালো করব, যখন ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। খেলোয়াড়দের অবশ্যই দল নিয়ে ভাবতে হবে। এমন পরিস্থিতি চলতে থাকলে আমরা হারতেই থাকব। আমি দেখছি, খেলোয়াড়রা ব্যক্তিগত লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিচ্ছে যা দলের জন্য ভালো নয়। আশা করি, শিগগিরই টিম ম্যানেজমেন্ট বিষয়টি শনাক্ত করবে।”
আইরিশদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ আগামী রোববার ও মঙ্গলবার খেলবে পাকিস্তান। এরপর বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ইংল্যান্ড সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে তারা।