টি-টোয়েন্টি বিশ্বকাপ
এই দুই ক্রিকেটারকে জাতীয় দলে নেওয়ায় পিসিবি কর্তাদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
Published : 11 Jun 2024, 05:49 PM
যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হারা পাকিস্তান দলের ওপর বয়ে যাচ্ছে তীব্র সমালোচনার ঝড়। দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তো ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে ফেরানো নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। তার দাবি, লোভে পড়ে এই দুইজনকে বিশ্বকাপ দলে রেখেছে পিসিবি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয় পাকিস্তান। আইসিসির সহযোগী দল ও এবারের আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হারের তেতো স্বাদ পায় তারা। এরপর দুর্দান্ত বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১১৯ রানে আটকে রাখলেও, হতশ্রী ব্যাটিংয়ে সেটাও তাড়া করতে পারেনি ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
প্রথম দুই ম্যাচ হারায় বিশ্বকাপের সুপার এইটে তাদের ওঠার সম্ভাবনা এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। বৈশ্বিক আসরে দলের এই পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ হাফিজ। তিনি মূলত প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে।
ক্যারিয়ারের শুরুর দিকে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া পেসার আমির অবসর ভেঙে ফিরেছেন বিশ্বকাপে খেলার আশায়। একই লক্ষ্যে অবসরে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন স্পিনিং অলরাউন্ডার ইমাদ। আর তাদের চাওয়া পূরণ করেছে পিসিবিও। দুইজনই খেলছেন চলতি আসরে।
পিএসএল ছাড়া পাকিস্তানের আর কোনো ঘরোয়া লিগে লম্বা সময় ধরে খেলেননি আমির ও ইমাদ। এমন দুই ক্রিকেটারকে কীভাবে দলে নেওয়া হলো, বুঝতেই পারছেন না হাফিজ। পিসিবি নির্বাচকদের সততা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আমির ও ইমাদ সুযোগ পাওয়ায় ক্ষুব্ধ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটাররাও।
“তারা (পিসিবি) লোভে পড়ে তাদের দলে নিয়ে এসেছে। যারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে, এমন খেলোয়াড়দের (আমির ও ইমাদ) সঙ্গে তারা লেনদেনের চুক্তি করেছে। আমি ঘরোয়া ক্রিকেটে ছিলাম, কিন্তু কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে চাইত না। কারণ, তারা আমাকে বলত, ‘আমাদের মধ্যে যে কেউ নির্বাচিত হলেই আমরা মেনে নেব।’ এটা কীভাবে সম্ভব যে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলে না এমন ক্রিকেটারদের নির্বাচিত করা হলো।”
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে এলোমেলো বোলিংয়ে ১৮ রান দিয়েছিলেন আমির। আর ভারতের বিপক্ষে ৬ রানে হেরে যাওয়া ম্যাচে ইমাদ ২৩ বলে ১৫ রান করে আউট হন গুরুত্বপূর্ণ সময়ে। পাকিস্তানের দুই হারের দায় এই দুইজনকে দিচ্ছেন অনেকেই।
হাফিজের মনে হচ্ছে, বিশ্বকাপকে স্রেফ আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে দেখছে আমির ও হাফিজ। যে লিগগুলোয় খেলায় জন্য ৬ মাস আগে পাকিস্তানের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দুইজন।
“ছয় মাস আগে, যখন এই দুইজনকে পাকিস্তানের হয়ে খেলার জন্য পিসিবি প্রস্তাব দেয়, তারা সেটা ফিরিয়ে দেয় কারণ তারা টি-টোয়েন্টি লিগ খেলতে আগ্রহী ছিল। জুনে যখন কোনো লিগ নেই, সেই দুই জন এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে এবং এটাকে আরেকটি লিগ মনে করছে।”