প্রথমবারের মতো শীর্ষ পুরুষ ও নারী ক্রিকেটারদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
Published : 03 Oct 2024, 06:54 PM
যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। প্রথমবারের মতো শীর্ষ পুরুষ ও নারী ক্রিকেটারদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। ছেলেদের ওয়ানডে অধিনায়ক শেই হোপ ও মেয়েদের সাদা বলের অধিনায়ক হেইলি ম্যাথিউস-সহ মোট ৯ জন ক্রিকেটার দুই বছরের চুক্তিতে জায়গা পেয়েছেন।
গত জানুয়ারিতে সিডব্লিউআই ও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) মধ্যে স্বাক্ষরিত নতুন চার বছরের সমঝোতা স্মারকের (এমওইউ) প্রেক্ষিতে নেওয়া হলো নতুন এই পদক্ষেপ। আগে শুধু এক বছরের ভিত্তিতে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিত ক্যারিবিয়ান বোর্ড।
গত বছর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও প্রথমবারের মতো একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেয় ক্রিকেটারদের।
সিডব্লিউআইয়ের নতুন চুক্তির মেয়াদ ধরা হবে এই বছরের ১ অক্টোবর থেকে। এক বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর, আর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার ঘোষিত ছেলেদের চুক্তিতে আছেন ১৫ ক্রিকেটার। যেখানে ৬ জন জায়গা পেয়েছেন দুই বছরের চুক্তিতে; এই তালিকায় হোপের সঙ্গে আছেন আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি ও জেডেন সিলস।
মেয়েদের চুক্তিতেও আছেন মোট ১৫ জন। এর মধ্যে ম্যাথিউস, স্টেফানি টেইলর ও শিমেইন ক্যাম্পবেল জায়গা পেয়েছেন দুই বছরের চুক্তিতে।
ছেলেদের আগের চুক্তি থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম ফাস্ট বোলার কেমার রোচ। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন। খেলোয়াড় ও পরামর্শক, বর্তমানে তার দ্বৈত ভূমিকা নিয়ে আলোচনা চলছে।
প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান কাভেম হজ। গত জানুয়ারিতে ব্রিজবেনে, ২৮ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন তিনি। গত জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে।
হজের সঙ্গে চুক্তিতে নতুন করে এসেছেন অলরাউন্ডার রোস্টন চেইসও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি, যেখানে সুপার এইটে খেলে ক্যারিবিয়ানরা।
আগের চুক্তি থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান তেজনারাইন চন্দরপল।
ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেটারদের চুক্তির তালিকা:
দুই বছরের চুক্তি: শেই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি ও জেডেন সিলস
এক বছরের চুক্তি: আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রোস্টন চেইস, জশুয়া দা সিলভা, কাভেম হজ, আকিল হোসেন, রোমারিও শেফার্ড ও রভম্যান পাওয়েল।