চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশে যথারীতি দেখা গেল আফিফ হোসেনকে। দলের হয়ে মাঠে নামলেন, টুর্নামেন্টে প্রথমবার নতুন বলে বোলিংও করলেন। কিন্তু একের পর এক ব্যাটসম্যান ক্রিজে নামলেও ব্যাট হাতে নামতে দেখা গেল না তাকে। পরে জানা গেল, অসুস্থতার কারণে তিনি ফিরে গেছেন হোটেলে।
বিপিএলে সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে আফিফকে ব্যাটিংয়ে পায়নি চট্টগ্রাম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানান, ব্যাটিং ইনিংসের সময় মাঠেই ছিলেন না আফিফ।
“মাঠে আসার পর, ফিল্ডিং করার পর সে অসুস্থতা বোধ করছিল। হয়তো গ্যাস থেকে কোনো সমস্যা হয়েছে। এজন্য মাঠে নামতে পারেনি।”
“অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গেছে।”
খানিকটা অসুস্থতা নিয়েই আফিফ মাঠে এসেছিলেন। তার খেলা নিয়ে কিছুটা সংশয়ও ছিল। পরে তিনি নিজেই সিদ্ধান্ত নেন মাঠে নামার। কিন্তু পরে অসুস্থতার তীব্রতা বাড়ায় আর চালিয়ে যেতে পারেননি বলে জানালেন শুভাগত।
“সেরকম (গুরুতর) কিছু ছিল না। ফিজিওর সঙ্গে কথা হয়েছিল। মাঠে খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু ফিল্ডিং করার পর আরও বেশি সমস্যায় পড়ে যায়।”
আফিফকে ছাড়া ব্যাটিংয়ে খুব একটা সুবিধে করতে পারেননি চট্টগ্রাম। ১৮০ রান তাড়ায় ম্যাচ হেরে যায় তারা ৫৫ রানে।
এই ম্যাচের আগে চট্টগ্রাম পর্বের চার ম্যাচেই রান পেয়েছিলেন আফিফ।
দলের পক্ষ থেকে পরে জানানো হয়, আপাতত অনেকটাই সুস্থ আফিফ। পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী দল।