Published : 05 Mar 2025, 09:29 AM
শুরুতে যেন প্রশ্নটি বুঝতেই পারছিলেন না গৌতাম গাম্ভির। দুই দফায় জিজ্ঞেস করার পর তৃতীয় দফায় তিনি বুঝলেন এবং স্রেফ তুড়ি মেরে যেন উড়িয়ে দিলেন। দল নির্বাচন, পারফরম্যান্স থেকে শুরু করে সব সমালোচনার জবাবে ভারতীয় কোচের কথা, তিনি এসবকে বিন্দুমাত্র পাত্তা দেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটে সমালোচনার কেন্দ্রে ছিলেন গাম্ভির। নিউ জিল্যান্ডের কাছে দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার অকল্পনীয় ব্যর্থতার পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি খুইয়ে ফেরে ভারত। কোচ হিসেবে তার ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত নিশ্চিতভাবেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মুহূর্তে ব্যাটসম্যান ইয়াসাসভি জয়সওয়ালকে বাদ দিয়ে স্পিনার ভারুণ চক্রবর্তিকে নেওয়া, টুর্নামেন্ট শুরুর পর ব্যাটিং অর্ডারে পরিবর্তন, রিশাভ পান্তকে বাইরে রাখা, এরকম অনেক কিছু নিয়েই গাম্ভিরকে কাঠগড়ায় তোলা হয়েছে। কিন্তু তার কৌশল ও সিদ্ধান্তগুলোর প্রায় সবকটিই কাজে লেগেছে। দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজেয় থেকে ফাইনালে উঠে গেছে ভারত।
এখন কি তাহলে সমালোচকদের জবাব দেওয়া হলো বা নিজেকে প্রমাণ করা? সেমি-ফাইনালের পর সংবাদ সম্মেলনে এই প্রশ্নে গাম্ভির উত্তর দিলেন তার স্বভাবসুলভ ভাষায়।
“আই ডোন্ট কেয়ার। সত্যি বলতে, আমি এসবকে পাত্তা দেই না। আমার দায়িত্ব হলো ১৪০ কোটি ভারতীয় ও ড্রেসিং রুমে আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকা। লোকে এসব নিয়ে কী বলছে, কীভাবে ভাবছে, কারও কোনো উদ্দেশ্য আছে নাকি নেই, এসবকে কোনোরকম পাত্তা দেই না। নিজের কাজে আমি সৎ, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শান্তিতে ঘুমাতে পারি।”
অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে উঠে যাওয়ার পর শিরোপা জয়েও ফেভারিট নিশ্চিতভাবেই ভারত। তবে টানা চার জয়ের পরও সন্তষ্ট নন গাম্ভির। দলের কাছ থেকে আরও নিখুঁত পারফরম্যান্স চান তিনি ফাইনালে।
“আন্তর্জাতিক ক্রীড়ায় সবসময়ই উন্নতির চাওয়া থাকে। সবকিছুই ঠিকঠাক হয়েছে, কখনোই বলা যাবে না। সবসময় উন্নতির জায়গা থাকে, ব্যাটিং হোক, বোলিং বা ফিল্ডিং। আমরা এখনও ‘পারফেক্ট’ ম্যাচ খেলতে পারি। সেটা করার জন্য আরেকটি সুযোগ আছে আমাদের। আশা করি, নিখুঁত ম্যাচ খেলব আমরা। আমি এই ধরনেরই মানুষ।”
“কোনো পারফরম্যান্সেই কখনও তৃপ্ত হয়ে যাব না আমি। আমরা উন্নতি করে যেতে চাই। পা মাটিতে রাখতে চাই আমরা। মাঠে আমরা নির্মম হতে চাই, মাঠের বাইরে বিনয়ী। এই ধরনের দলীয় আবহ ও এই ধরনের সংস্কৃতি আমরা ড্রেসিং রুমে গড়ে তুলতে চাই। আরেকটি ম্যাচ আছে। আশা করি, আমাদের সেরা ম্যাচ হবে সেটি।”
আগামী রোববার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা।