কেভিন ও’ব্রায়েনের রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
Published : 07 Oct 2023, 06:34 PM
দিলশান মাদুশানকার শর্ট বল পুল করে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কায় ওড়ালেন এইডেন মারক্রাম। ৯৬ থেকে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন মারক্রামের। দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ ৪৯ বলে শতক স্পর্শ করেন তিনি।
আগের রেকর্ড ছিল কেভিন ও’ব্রায়েনের। ২০১১ আসরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের স্মরণীয় জয়ের ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫০ বলে।
এই রেকর্ডের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শতক ছুঁয়েছিলেন ৫১ বলে।
বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে।
চূড়ায় ওঠার দিনে ৩১তম ওভারে চার নম্বরে উইকেটে যান মারক্রাম। পঞ্চাশ স্পর্শ করেন তিনি ৩৪ বলে। পরের ১৫ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।
বিশ্বকাপে সাত ইনিংসে তার প্রথম সেঞ্চুরি এটিই। ২০১৯ আসরে ওভালে বাংলাদেশের বিপক্ষে ৪৫ ছিল মারক্রামের আগের সেরা।