চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় নতুন বিতর্কের শুরু।
Published : 10 Mar 2025, 05:36 PM
সদ্য শেষ হওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। এখন ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে চর্চা। মঞ্চে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক দুই তারকা পেসার শোয়েব আখতার ও ওয়াসিম আকরাম।
দুবাইয়ে রোববারের ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত। প্রতিপক্ষের ২৫১ রান তারা পেরিয়ে যায় এক ওভার বাকি থাকতে।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ও সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া। দুই দলের খেলোয়াড়দের মেডেল তুলে দেন তারা। জয় শাহর হাত থেকে ট্রফি নেন ভারত অধিনায়ক রোহিত শার্মা।
পিসিবি সভাপতি মহসিন নাকভি ফাইনালে উপস্থিত ছিলেন না। গণমাধ্যমের খবর, পিসিবির প্রধান নির্বাহী সুমাইর আহমেদ ছিলেন দুবাইয়ে। কিন্তু তাকে মঞ্চে ডাকা হয়নি। যা নিয়ে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন শোয়েব আখতার।
“ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখানে দৃষ্টিকটু ব্যাপার হয়ে গেছে; পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কেউ ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক, কিন্তু সেখানে পাকিস্তানেই কেউ ছিল না। আমি বুঝতে পারছি না, ট্রফি দেওয়ার জন্য কেন পাকিস্তানের কেউ (পিসিবির) সেখানে ছিলেন না? এটা ভাবনার বিষয়। এটা বৈশ্বিক আসর, আপনাদের কারো থাকা উচিত ছিল।”
এবারের টুর্নামেন্টের পুরোটা হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি তাদের সরকার। তাই রোহিত শার্মাদের সব ম্যাচ হয় নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
একই শহরে, একই হোটেলে থেকে একই মাঠে খেলার যে সুবিধা পেয়েছে ভারত, তা নিয়ে চলছে তুমুল চর্চা। এর মাঝেই এবার ফাইনালের মঞ্চে পাকিস্তানের কোনো প্রতিনিধি না থাকায় নতুন বিতর্ক শুরু, প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরামও।
“আমি যতটুকু জানি, পিসিবি চেয়ারম্যান (শারীরিকভাবে) ভালো নেই, তবে পিসিবির প্রতিনিধি হিসেবে সুমাইর আহমাদ সাইদ ও উসমান ওয়াহলা ছিলেন, কিন্তু তাদের কেউ মঞ্চে ছিলেন না।”
“আমরা আয়োজক, তাই না? পিসিবির সিওও কিংবা যেই সেখানে চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করছেন, তারা কেউ কেন মঞ্চে ছিলেন না? তাদের কি আমন্ত্রণ করা হয়নি? আমি জানি না ঘটনা কী। বিষয়টা অবশ্যই আমার কাছে বাজে লেগেছে।”