Published : 04 Apr 2025, 08:53 PM
আগের ম্যাচে মূল একাদশে না থাকলেও ‘ইমপ্যাক্ট’ বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত শার্মা। তবে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একাদশে তো নয়ই, ‘ইমপ্যাক্ট’ বদলির পাঁচ জনের তালিকাতেও নেই তার নাম। সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়ে যায়, প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ভালো করতে না পারায় হয়তো বাদ দেওয়া হয়েছে তাকে! তবে টসের সময় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানালেন, চোটের কারণে খেলতে পারছেন না ভারত অধিনায়ক।
লাক্ষ্ণৌতে শুক্রবার ম্যাচের আগে নেটে রোহিতের ব্যাটিংয়ের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পান্ডিয়া জানালেন, ওই সময়ই চোট পান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
“অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পেয়েছেন রোহিত। তাই তিনি খেলতে পারছেন না।”
আসরে মুম্বাইয়ের আগের তিন ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন রোহিত। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে দুটি চারে করেন ৮ রান। দুই ম্যাচেই তিনি আউট হন প্রথম ওভারে। তৃতীয় ম্যাচে ১২ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। ওই তিন ম্যাচের দুটিতে হেরে যায় মুম্বাই।