সিলেট টেস্টে বাংলাদেশকে হারানোর পর চট্টগ্রামেও সাফল্য পেতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন।
Published : 24 Apr 2025, 10:12 AM
“জানি, টেস্ট ক্রিকেটে আমাদের সময়টা ভালো কাটছে না…”, মৃদু কণ্ঠে বলেছিলেন ক্রেইগ আরভাইন। টেস্ট শুরুর আগের দিন সেই সংবাদ সম্মেলনে ‘জয়’ শব্দটি উচ্চারণ করেননি তিনি। লড়াই করা, খেলা উপভোগের আনন্দের কথা বলেছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। মাঠে তার দল শুধু লড়াই করেনি, দারুণ খেলে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। সিলেট টেস্ট জয়ের পর এখন সিরিজ জয়ের আশা করছেন তারা।
টানা ১০ টেস্ট জিততে না পারা জিম্বাবুয়ে, এই বছরই দেশের মাঠে আয়ারল্যান্ড-আফগানিস্তানের কাছে হেরে যাওয়া দলটিই চমকে দিয়েছে বাংলাদেশে এসে। অভিজ্ঞতা ও ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যের বিচারে পিছিয়ে থাকা দল সিলেটে ৩ উইকেটে জিতে এগিয়ে গেছে সিরিজে।
ম্যাচ জয়ের আনন্দকে এখন সিরিজ জয়ের উচ্ছ্বাসে রূপ দিতে চান আরভাইন। ম্যাচ জয়ের পর এখন সেই আশার পালে জোর হাওয়া দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
“এই টেস্ট জয়ের পর আমরা সত্যিই আত্মবিশ্বাসী (সিরিজ জিততে)। এখন বিশ্বাসটা জন্মেছে যে, আমরা লক্ষ্যটা ছুঁতে পারি। তবে চট্টগ্রামে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং আবার সবকিছু মূল্যায়ন করতে হবে। আমাদের মানসিকতা সেখানে দারুণ গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে সিলেটে জয়ের পর।”
বাংলাদেশ ও জিম্বাবুয়ের একাধিক ম্যাচের সিরিজ হয়েছে এখনও পর্যন্ত সাতবার। প্রথম তিনবারই সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে, ২০০১ সালে দুই দফায় ও ২০০৪ সালে আরেকবার। সেটিই সবশেষবার। পরে ২০০৫ ও ২০১৪ সালে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বাকি দুইবার ২০১৩ ও ২০১৮ সালে ১-১ সমতায় শেষ হয় সিরিজ।