এ ছাড়া ডিলারের এক স্বজনের ঘর থেকে ৩৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
Published : 24 Apr 2025, 01:12 PM
কুমিল্লার লাকসাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যিনি উপজেলা বিএনপিরও নেতা।
এ ছাড়া তার এক স্বজনের ঘর থেকে ৩৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার থেকে তাকে আটকের পর এ দণ্ড দেওয়া হয় বলে জানান লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
দণ্ড পাওয়া রবিউল হোসেন (৪২) লাকসাম উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন (সদ্য বিলুপ্ত কমিটি)। তিনি গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার প্রয়াত সফিউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় রবিউল উপজেলার গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় তার দুঃসম্পর্কের এক চাচির ঘরে চাল রেখে যান। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এ সময় চাল বহন করা রিকশা চালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী।
পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ কেজি চাল জব্দের পাশাপাশি স্থানীয় ডিলার রবিউলকে ডেকে নেন। জিজ্ঞাসাবাদে রবিউল চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে সেখানে নিয়ে যান বলে ইউএনওর কাছে স্বীকার করেন।
পরে রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও কাউছার হামিদ।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে রবিউল চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে আসার বিষয়টি স্বীকার করেছেন। দ্রুত সময়ের মধ্যে তার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।”