বোলিং তো আছেই, ব্যাটিং ও ফিল্ডিংয়েও কুলদিপ ইয়াদাভের চেয়ে বিষ্ণইকে এগিয়ে রাখছেন ভারতের এই ব্যাটিং গ্রেট।
Published : 11 Jan 2024, 09:09 PM
সাদা বলের ক্রিকেটে ভালো করছেন কুলদিপ ইয়াদাভ। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টি-টোয়েন্টিতে নিয়েছেন পাঁচ উইকেট। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বাঁহাতি রিস্ট স্পিনারকে নয়, রাভি বিষ্ণইকে চান সুনিল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মতে, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং দিয়েও দলে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তরুণ লেগ স্পিনার।
ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে খারাপ ছিল না কুলদিপের পারফরম্যান্স। ওভারপ্রতি পাঁচের নিচে রান দিয়ে ১১ ম্যাচে উইকেট নেন ১৫টি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭ রানে নেন ৫ উইকেট।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট নিয়েছেন কুলদিপ। ওভারপ্রতি রান দিয়েছেন সাতের কম রান। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। এর আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলছে ভারত। এই সিরিজের দলে আছেন কুলদিপ।
কিন্তু মোহালিতে বৃহস্পতিবার প্রথম ম্যাচে তাকে একাদশে রাখেনি স্বাগতিকরা। জায়গা পান ২৩ বছর বয়সী বিষ্ণই। অবশ্য এই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি, ৩ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
দেশের হয়ে এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টি খেলা বিষ্ণইয়ের শিকার ৩৪ উইকেট। সেরা বোলিং ১৬ রানে চারটি। ওভারপ্রতি রান দিয়েছেন সাতের বেশি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৮ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বিষ্ণই করেছেন ১১৩ রান। কুলদিপের রান ২৩২, ব্যাটিং করেছেন ৪৫ ইনিংসে। গাভাস্কারের মতে, ব্যাটিংয়ে এগিয়ে তরুণ বিষ্ণই।
ভারতের সাবেক ব্যাটসম্যানের চোখে, ফিল্ডিংয়ে একটু পিছিয়ে কুলদিপ। স্টার স্পোর্টসে আলাপকালে বিশ্বকাপ দলে তাই বিষ্ণইকে রাখার পরামর্শ দিলেন তিনি।
“আমার পছন্দ রাভি বিষ্ণই, কারণ বোলিংয়ের পাশাপাশি সে ভালো ফিল্ডারও। কুলদিপ ইয়াদাভ ও ইয়ুজবেন্দ্র চেহেলের চেয়ে সে ভালো ফিল্ডার।”
“সে ব্যাটও করতে পারে। গত আইপিএল সে তার মস্তিষ্ককে যেভাবে ব্যবহার করেছিল এবং ঠাণ্ডা মাথায় দলকে জিতিয়েছিল, সেটা ছিল দারুণ। তাই আমার পছন্দ (টি-টোয়েন্টি বিশ্বকাপে) রাভি বিষ্ণই।”
ভারত-আফগানিস্তান সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী রোববার ও বুধবার।