আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার পর এবার আরেকটি দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট। দেশটি থেকে সরিয়ে নেওয়া হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নতুন আয়োজক দক্ষিণ আফ্রিকা।
বড়দের বিশ্বকাপের পর্দা নামার পর মঙ্গলবার আইসিসি বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের নতুন আয়োজকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে আইসিসি জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও নিজ দেশে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড, এমনকি দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে শ্রীলঙ্কা।
তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আইসিসি টুর্নামেন্ট হওয়ায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। বোর্ডে দেশের সরকারের হস্তক্ষেপের অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞা আসার পরই এই ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভা।
২০২০ সালেও ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সেবার নিজেদের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ।
চলতি বছরে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরও হয়েছে দক্ষিণ আফ্রিকায়। বেনোনি ও পচেফস্ট্রুমে হয়েছিল সব ম্যাচ। আগামী বছরও এই দুই শহরেই হওয়ার সম্ভাবনা রয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পুরো আসর।
টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।