টি-টোয়েন্টি সিরিজের দলে টার্নারের বদলি হিসেবে ব্রাইডন কার্সকে যোগ করেছে ইংল্যান্ড।
Published : 21 Aug 2023, 07:17 PM
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পাওয়া জন টার্নারের সঙ্গী হলো দুর্ভাগ্য। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসার আগেই চোটের থাবায় ছিটকে গেলেন এই ফাস্ট বোলার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের দলে টার্নারের বদলি হিসেবে ব্রাইডন কার্সকে যোগ করেছে ইংল্যান্ড।
ঘরোয়া ক্রিকেটে মাত্র ১২টি টি-টোয়েন্টি খেলতেই ইংল্যান্ড দলে ডাক পান ২২ বছর বয়সী টার্নার। এই সংস্করণে ২২ উইকেট নেওয়া পেসার স্বাভাবিকভাবেই স্বপ্ন দেখছিলেন আন্তর্জাতিক আঙিনায় পা রাখার। কিন্তু চোটের কারণে তার সেই স্বপ্ন ভেঙে গেল শুরুতেই।
ইংল্যান্ডে চলমান একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে স্রেফ একটি ম্যাচ খেলেন টার্নার। ওয়েলস ফায়ারের বিপক্ষে গত সোমবারের ম্যাচের পর আর সুযোগ পাননি তিনি। এর মাঝেই পড়েন সাইড স্ট্রেইনে, যা তাকে ছিটকে দিল নিউ জিল্যান্ড সিরিজ থেকে।
আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এরই মধ্যে পেয়েছেন কার্স। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলে ১২ উইকেট নিয়েছেন এই পেসার। কিন্তু জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ এখনও পাননি তিনি।
এখন পর্যন্ত ৭২টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী কার্স। এই সংস্করণে তার শিকার ৩৫ উইকেট।
চেস্টার-লি-স্ট্রিটে আগামী ৩০ অগাস্ট শুরু ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চারটি ওয়ানডেও খেলবে দল দুটি।