বোর্ডার-গাভাস্কার ট্রফি
প্রয়োজনে শুবমান গিলকে পাঁচে ও রিশাভ পান্তকে ছয়ে খেলাতে বললেন চেতেশ্বর পুজারা।
Published : 29 Nov 2024, 02:20 PM
পার্থে দারুণ জয়ের পরও ভারতের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। অধিনায়ক রোহিত শার্মা ফিরছেন। এমনকি ফিট হয়ে উঠলে ফিরবেন শুবমান গিলও। সেক্ষেত্রে দুটি পরিবর্তন হবে এবং বদল আসবে ব্যাটিং অর্ডারেও। তবে যত বদলই হোক, ব্যাটিং অর্ডারে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে বা তিন নম্বরে দেখতে চান চেতেশ্বর পুজারা।
পারিবারিক কারণে পার্থ টেস্টে খেলেননি রোহিত। প্রায় দুই বছর পর টেস্টে ওপেন করেন রাহুল। প্রথম ইনিংসে ২৬ রান করেন তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে তাকেই মনে হচ্ছিল সবচেয়ে দৃঢ়। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৭৭ রান। ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে গড়ে তোলেন ২০১ রানের উদ্বোধনী জুটি।
চোটের কারণে ওই টেস্টে ছিলেন না শুবমান গিলও, যিনি সাধারণত তিন নম্বরে ব্যাট করেন। তার জায়গায় খেলেন দেবদুত পাডিক্কাল।
পরের টেস্টে অ্যাডিলেইডে রোহিত ফিরছেন নিশ্চিতভাবেই। সেক্ষেত্রে বাদ পড়বেন পার্থে ২৩ বলে শূন্য ও ৭১ বলে ২৫ রান করা পাডিক্কাল। গিল ফিরলে বাদ পড়বেন ধ্রুব জুরেল। পার্থে তিনি করেছেন ১১ ও ১।
তবে রোহিত-গিল ফিরলেও রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে বেশি টানাহেঁচড়া করা উচিত নয়, ইএসপিএনক্রিকইনফোকে বললেন পুজারা।
“আমার মনে হয়, কোনোভাবে আমরা একই ব্যাটিং অর্ডার ধরে রাখতে পারি। কেএল (রাহুল) ও ইয়াশাসভিকে ওপেন করিয়ে, রোহিত আসতে পারে তিনে এবং শুবমান খেলতে পারে পাঁচে।”
“রোহিত যদি ওপেন করতে চায়, রাহুলের ব্যাট করা উচিত তিনে। এর নিচে অবশ্যই নয়। আমার মতে, তাকে টপ অর্ডারেই ব্যাট করতে হবে, কারণ তার খেলার সঙ্গে এটা মানিয়ে যায়। আশা করি, এটা নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করব না।”
২৯ টেস্টের ক্যারিয়ারে গিল কখনও তিন নম্বরের নিচে ব্যাট করেননি। তবে বর্তমান বাস্তবতায় তাকে পাঁচ নম্বরেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন পুজারা। সেক্ষেত্রে বদলে যাবে রিশাভ পান্তের ব্যাটিং অর্ডারও।
পান্তের এমনিতে পাঁচ-ছয়-সাত, সব জায়গায় খেলার অভিজ্ঞতা আছে। তবে সবচেয়ে সফল তিনি পাঁচ নম্বরেই। এখানে তার ব্যাটিং গড় ৬১.৭৭, ছয় নম্বরে ৩৮.২১, সাতে ৩৪.৬৫।
তবু গিলকে পাঁচে আর পান্তকে ছয়ে খেলাতে বলার পেছনে ভাবনা ব্যাখ্যা করলেন পুজারা।
“তার (গিল) জন্য ৫ নম্বরই আদর্শ হবে। কারণ, তাতে সে কিছুটা সময় পাবে। আমরা যদি দ্রুত দুটি উইকেটও হারাই, সে এমন একজন, যে নতুন বল সামলাতে পারে। তবে, ধরুন সে যদি ২৫-৩০ ওভারের পর আসে, তাহলে সে নিজের মতো শট খেলতে পারবে। সহজাত খেলাটা খেলতে পারবে।”
“কোনো কারণে যদি আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি, তাহলে গিল এসে সামাল দিতে পারে এবং রিশাভ পান্তকে পুরোনো বলের জন্য জমিয়ে রাখতে পারে। পান্তকে নতুন বলের সামনে পড়তে হবে না। বল যখন শক্ত ও নতুন, তখন তাকে (পান্ত) ক্রিজে যেতে দিতে চাইব না আমি।”
বোলিং লাইন আপে অবশ্য কোনো পরিবর্তন দেখতে চান না ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা ব্যাটসম্যান পুজারা।