অধিনায়ক শান্তর সঙ্গে কণ্ঠ মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন দুই পেসারও, তাসকিন বললেন ‘স্বপ্ন না দেখলে জিতব কিভাবে?’
Published : 20 Feb 2025, 10:45 AM
ক্রিকেট বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা পাত্তাও দিচ্ছেন না বাংলাদেশকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলে গেছেন, সেটি নিয়ে নিজ দেশেই সংশয়, হাসাহাসি, ভ্রুকুটি প্রচুর। কিন্তু শান্ত যেমন নিজের ভাবনায় অটল, তেমনি বিশ্বাসটা তিনি ছড়িয়ে দিয়েছেন সতীর্থদের মধ্যেও। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে অধিনায়কের সেই স্বপ্নের প্রতিধ্বনি ফুটে উঠল তাসকিন আহমেদ, তানজিম হাসানদেরও মধ্যেও।
দেশে সংবাদ সম্মেলনে যেমন দৃঢ় কণ্ঠে শিরোপার লক্ষ্যের কথা বলেছেন শান্ত, তেমনি নিজেদের প্রথম ম্যাচের আগে দুবাইয়ে সংবাদ সম্মেলনেও বেশ জোর দিয়ে বলেছেন, যে কোনো দলকে হারানোর বিশ্বাস ও সামর্থ্য আছে তার দলের। ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ অধিনায়ক পুনরাবৃত্তি করেছেন একই কথা।
“আমরা ট্রফি জয়ের কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের দলটি খুব ভালো। খুবই ভারসাম্যপূর্ণ দল আমাদের। যদি আমরা যথাযথ পরিকল্পনা করতে পারি ও নির্দিষ্ট দিনে বাস্তবায়ন করতে পারি, আমরা অবশ্যই ট্রফি জিততে পারি।”
এবার অধিনায়ক একা নন, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন পেস আক্রমণের দুই সেনানীও।
বাংলাদেশ এখনও পর্যন্ত যে একটি মাত্র ট্রফি জিততে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে, ২০১৯ সালে আয়ারল্যান্ডে সেই ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসার এখন বড় কিছুর ছবি মনের ভেতর আঁকছেন। তার মতে, বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখাও জরুরি।
“আমরা যদি ট্রফি জয়ের স্বপ্নই না দেখতে পারি, তাহলে জিতব কিভাবে? প্রতিটি পদক্ষেপে ক্রমেই আমরা উন্নতি করছি। আশা করি, এবার এটি হবে।”
ছেলেদের ক্রিকেটে বাংলাদেশের এখনও পর্যন্ত সেরা অর্জন সম্ভবত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তানজিম। এবার বড়দের বৈশ্বিক ওয়ানডে আসরেও একই আনন্দে মেতে ওঠার অপেক্ষায় আগ্রাসী এই পেসার।
“আমাদের জন্য সেটি হবে খুবই খুশির মুহূর্ত, কারণ আমাদের কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের জন্য এটি হবে স্মরণীয় ও ঐতিহাসিক টুর্নামেন্ট।”
দুবাইয়ে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ৩টায়।