ম্যাচ শেষের দুই দিন পর পাকিস্তানের শাস্তির কথা জানাল আইসিসি।
Published : 01 Apr 2025, 08:14 PM
নিউ জিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে বড় হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হয়েছে পাকিস্তানকে। মন্থর ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষের দুই দিন পর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের শাস্তির কথা জানিয়েছে আইসিসি।
নেপিয়ারে গত শনিবারের ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
দায় স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন রিজওয়ান, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ওই ম্যাচে ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় ২২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ৭৩ রানে হেরে যায় পাকিস্তান।
আইপিএল ও অন্যান্য কারণে নিয়মিত ক্রিকেটারদের অনেককে ছাড়াই খেলছে নিউ জিল্যান্ড। এই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।
হ্যামিল্টনে বাংলাদেশ সময় বুধবার ভোর চারটায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।