ক্যারিয়ারের পরবর্তী বড় লক্ষ্য নিয়ে বলেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।
Published : 01 Apr 2025, 05:57 PM
আইপিএল শুরুর আগে ভিরাট কোহলি স্পষ্ট বলে দেন, শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভাবনা তার নেই। ভারতীয় তারকা এবার বললেন ক্যারিয়ারের পরবর্তী বড় লক্ষ্যের কথা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে চান তিনি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন কোহলি। সাম্প্রতিক সময়ে টেস্টে তার পারফরম্যান্স তেমন ভালো না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে অনেক। তবে গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি ও সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে সমালোচকদের জবাব দেন সাবেক ভারতীয় অধিনায়ক।
পঞ্চাশ ওভারের ওই টুর্নামেন্ট জয়ের কয়েক দিন পর তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে কোহলি বলেন, খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাবেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। সামাজিক মাধ্যম এক্স-এ ‘ভিরাট কোহলি ১৮ ক্লাব’ নামের একটি পাতায় ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করা হয় মঙ্গলবার। অনুষ্ঠানে কোহলিকে সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘বর্তমানে মনোযোগ ধরে রেখে পরবর্তী বড় পদক্ষেপ নিয়ে কোনো ইঙ্গিত আছে কি না।’
তখন কোহলি বলেন, “পরবর্তী বড় পদক্ষেপ। আমি জানি না, তবে হয়তো পরবর্তী বিশ্বকাপ জেতার চেষ্টা করব।”
কোহলি উত্তর দেওয়ার পরপরই উপস্থিত লোকজন করতালি দিতে শুরু করেন।
ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক কোহলি ভারতের হয়ে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তারা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে তাদের হৃদয় ভাঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে।
২০২৭ সালের শেষ দিকে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। কোহলির বয়স হবে তখন ৩৮। এখনও তার যা ফিটনেস, তাতে আরও অন্তত বছর তিনেক আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলতেই পারেন। মূল বিষয় হবে এই সময়ে তার ফর্ম।