আইপিএল
কলকাতার বিপক্ষে টস করতে গিয়েই এই কীর্তি গড়ে ফেলেন তিনি।
Published : 11 Apr 2025, 08:54 PM
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যখন টস করতে যান মাহেন্দ্র সিং ধোনি, তখনই দারুণ এক কীর্তি গড়েন তিনি। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী অধিনায়কের রেকর্ড নতুন করে লেখেন চেন্নাই সুপার কিংসের এই অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার শিরোপাধারী কলকাতার মুখোমুখি হয়েছে চেন্নাই। ৪৩ বছর ২৭৮ দিন বয়সে ম্যাচটি খেলছেন ধোনি।
আগের রেকর্ড ছিল ধোনিরই। ২০২৩ আসরের ফাইনালে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দিন তার বয়স ছিল ৪১ বছর ৩২৬ দিন। ওই ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই।
তালিকায় পরের স্থানে প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসকে ৪১ বছর ২৪৯ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবকে (এখনকার পাঞ্জাব কিংস) ৪১ বছর ১৮৫ দিন বয়সে নেতৃত্ব দেন আরেক অ্যাডাম গিলক্রিস্ট।
কনুইয়ে চোট পেয়ে এবারের আইপিএল শেষ হয়ে যায় চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। তার জায়গায় বৃহস্পতিবার ধোনিকে নেতৃত্বভার তুলে দেওয়ার কথা জানায় দলটি।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বেই সবকটি শিরোপা জিতেছে দলটি।
২০২২ সালে আসর শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। পরে দায়িত্ব দেওয়া হয় রাভিন্দ্রা জাদেজাকে। দল ভালো না করায় টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। ফের নেতৃত্বে ফেরানো হয় ধোনিকে। পরের বছর দলকে পঞ্চম শিরোপা এনে দেন তিনি।
২০২৪ আইপিএলে ফের চেন্নাইয়ের নেতৃত্বে আসে বদল। নিজেদের প্রথম ম্যাচের একদিন আগে ধোনির জায়গায় রুতুরাজকে অধিনায়কত্ব দেওয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।