টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে আগে থেকেই স্পিনের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড।
Published : 15 Jun 2024, 07:53 PM
ঐতিহ্যগতভাবে ক্যারিয়াবিয়ান অঞ্চলের বেশিরভাগ মাঠের উইকেট স্পিন সহায়ক। তার ওপর সুপার এইটে অস্ট্রেলিয়ার তিন প্রতিপক্ষই হতে পারে এশিয়ার।যাদের স্পিন আক্রমণ সবসময়ই থাকে ভালো। তাই সেরা আটের লড়াইয়ে নামার আগে স্পিনের বিপক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা বললেন ম্যাথু ওয়েড।
প্রথম তিন ম্যাচের তিনটিই জিতে 'বি' গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় রোববার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। এরপর সুপার এইটের তিন ম্যাচও হবে ক্যারিবিয়ানেই।
সেন্ট ভিনসেন্টে শনিবার নেপাল ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখা গেছে স্পিনের দাপট। দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটের সবকটিই নেন নেপালের দুই স্পিনার দিপেন্দ্রা সিং ঐরি ও কুশাল ভুরতেল। প্রোটিয়াদের হয়ে তাব্রেইজ শামসি ও এইডেন মার্করাম মিলে নেন ৫ উইকেট।
গায়ানা, সেন্ট লুসিয়াসহ ক্যারিবিয়ান অঞ্চলের অন্যান্য মাঠেও স্পিনারদের জন্য থাকে বাড়তি সহায়তা। এছাড়া এরই মধ্যে নিশ্চিত হয়েছে, সুপার এইটে অস্ট্রেলিয়ার গ্রুপে থাকছে ভারত ও আফগানিস্তান। তৃতীয় দলের দৌড়ে এগিয়ে এশিয়ার আরেক দেশ বাংলাদেশ।
সুপার এইটে অস্ট্রেলিয়ার সম্ভাব্য তিন প্রতিপক্ষই প্রথাগতভাবে স্পিনে তুলনামূলক শক্তিশালী। তাই সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্পিনের কঠিন পরীক্ষাই হয়তো দিতে হবে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়েড জানিয়ে রাখলেন, স্পিন পরীক্ষার প্রস্তুতি এরই মধ্যে নিয়ে রেখেছেন তারা।
"আমাদের মধ্যে অনেকেই ভেন্যুর কথা মাথায় রেখে স্পিনের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছে। ছেলেরা (গত বছরের ওয়ানডে) বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল ও এই বিশ্বকাপ শুরুর অংশে এটির (স্পিন) জন্য প্রস্তুতি নিয়েছে।"
"আমরা ভিন্ন কিছু আশা করি না। তারা নিজেদের দিনে খুবই শক্ত প্রতিপক্ষ, হারানো খুব কঠিন। আমরা মনে করছি, সামনের কিছু দিনে অনেক স্পিন দিয়ে আমাদের আক্রমণ করা হবে।"