সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে আর সুযোগ পাননি শ্রীলঙ্কার অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান কুসাল পেরেরা।
Published : 06 Nov 2024, 03:41 PM
প্রায় এক বছর ধরে ওয়ানডেতে সুযোগ না পাওয়া কুসাল পেরেরাকে এই সংস্করণের দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের সঙ্গে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন পেসার মোহামেদ শিরাজ।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। দুই সংস্করণের জন্য বুধবার আলাদা দুটি দল ঘোষণা করেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে তিনটি টি-টোয়েন্টি খেলেন পেরেরা। শেষ ম্যাচে করেন ৫৫ রান। কিন্তু ওয়ানডেতে দীর্ঘ দিন ধরে সুযোগ পাচ্ছিলেন না তিনি। এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত বছরের নভেম্বরে, ওয়ানডে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
এখন পর্যন্ত ১১৬ ওয়ানডে খেলা পেরেরা ৬ সেঞ্চুরিতে রান করেছেন ৩ হাজার ২৩৭। তার ব্যাটিং গড় ৩০.৫৩, স্ট্রাইক রেট ৯২.৮৮।
২৯ বছর বয়সী শিরাজ ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলেছেন গত অগাস্টে ভারতের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা এই ডানহাতি পেসারকে আবার দলে ফেরানো হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে তার শিকার ৮৪ উইকেট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের দল অপরিবর্তিত রেখেছে লঙ্কানরা। তরুণ অলরাউন্ডার চামিন্দু উইক্রামাসিংহে জায়গা পেয়েছেন কিউইদের বিপক্ষে দুই সংস্করণের দলেই।
২০২২ সালের পর শ্রীলঙ্কার হয়ে সাদা বলে না খেলা দিনেশ চান্দিমাল ধরে রেখেছেন টি-টোয়েন্টি দলে জায়গা। পেসার বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা আছেন কেবল টি-টোয়েন্টি দলে। শিরাজের সঙ্গে দিলশান মাদুশাঙ্কাকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। দুই সিরিজের দলেই আছেন আসিথা ফার্নান্দো।
আগামী শনিবার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। পরের টি-টোয়েন্টি রোববার। ওয়ানডে তিনটি যথাক্রমে ১৩, ১৭ ও ১৯ নভেম্বর। পাঁচ ম্যাচের প্রথম তিনটি হবে দাম্বুলায়, পরের দুটি পাল্লেকেলেতে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লেলাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফের্নান্দো, আসিথা ফার্নান্দো।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিশকা, ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, সাদিরা সামারাউইক্রামা, নিশান মাদুশকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, আসিথ ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, মোহামেদ শিরাজ।