দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
কুঁচকির চোটে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।
Published : 19 Dec 2024, 03:24 PM
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেশাভ মহারাজকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কুঁচকির চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।
পার্লে গত মঙ্গলবার প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মহারাজের। কিন্তু ম্যাচ শুরুর আগে গা গরমের সময় কুঁচকিতে টান লাগে তার। এতে টসের আগ মুহূর্তে দলের খেলোয়াড় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয় তার নাম। একাদশে জায়গা পান পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়াইয়ো।
চোট সম্পর্কে সঠিক ধারণা পেতে পরদিন স্ক্যান করানো হয় মহারাজের। পরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতিতে নিশ্চিত করা হয়, তার বাঁ কুঁচকির চোটের কথা।
বিবৃতিতে আরও বলা হয়, পুনর্বাসনের জন্য ডারবানে ফিরে যাবেন মহারাজ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে তার অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। অনিশ্চয়তা থাকার পরও টেস্ট সিরিজের দলে অবশ্য তাকে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
মহারাজের বদলি হিসেবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য দলে আরেক বাঁহাতি স্পিনার বিয়ন ফোরটানকে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলা ফোরটানের উইকেট ১৩টি।
দুই দলের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার, কেপ টাউনে। তৃতীয় ও শেষ ম্যাচ আগামী রোববার জোহানেসবার্গে। সেঞ্চুরিয়নে দুই টেস্টের সিরিজ শুরু আগামী বৃহস্পতিবার। কেপ টাউনে পরের টেস্ট শুরু ৩ জানুয়ারি।