আইপিএল
ভারতের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান বলেছেন, তার খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে শরীরের ওপর।
Published : 06 Apr 2025, 08:06 PM
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা মাহেন্দ্র সিং ধোনি এখন কেবল খেলছেন আইপিএলে। কিন্তু চলতি আসরে সেখানেও নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। তাই সম্প্রতি তার অবসর নিয়ে চলছে তুমুল আলোচনা। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই তার শেষ মৌসুম, চাউর হয়েছে এমন খবরও। এসব জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুলেছেন ভারতের সফলতম অধিনায়ক।
ধোনির অবসর নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর সেই আলোচনা পায় ভিন্ন মাত্রা। সেদিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের উপস্থিত ছিলেন ধোনির বাবা-মা।
ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়, ওইদিন ধোনির স্ত্রী সাকশি তাদের মেয়ে জিভাকে ‘শেষ ম্যাচ’ বলতে দেখেছেন দর্শকরা। যা চেন্নাইয়ের সাবেক অধিনায়কের ক্যারিয়ারের ইতি টানার জল্পনাকে আরও বাড়িয়ে দেয়।
চলমান এসব গুঞ্জন নিয়ে রাজ শামানির পডকাস্টে কথা বলেন ৪৩ বছর বয়সী ধোনি। সেখানে তুলে ধরেন অবসর নিয়ে নিজের ভাবনা।
“আমি এখনও আইপিএল খেলছি এবং একটি করে বছর ধরে। আমার বয়স ৪৩, চলতি আইপিএল শেষে জুলাইয়ে আমার বয়স হবে ৪৪। তাই আরও এক বছর খেলতে চাই কিনা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ১০ মাস সময় আছে। আর আইপিএল খেলার সিদ্ধান্ত আমার নয়; খেলতে পারব কি পারব না এটা আমার শরীরের ওপর নির্ভর করছে।”
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তেমন কার্যকর কিছু করতে পারেননি ধোনি। আসরে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে চেন্নাই।