পাকিস্তান ক্রিকেট
পাকিস্তানের নির্বাচকদের পদত্যাগ করতে বলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।
Published : 07 Apr 2025, 06:22 PM
ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউ জিল্যান্ড সফরেও যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে পাকিস্তান। তাতে দলটিকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি তো পুরো নির্বাচক কমিটিকেই পদত্যাগ করতে বলেছেন।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকেও দায়িত্ব ছাড়তে বলেছেন বাসিত। তার মতে, সাবেক এই পেসার কাজ চালিয়ে গেলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আকিবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। কিন্তু তার কোচিংয়ে বৈশ্বিক এই শিরোপা ধরে রাখার অভিযানে হতশ্রী পারফরম্যান্স উপহার দেয় দলটি। টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।
এরপর নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এই সিরিজে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে রাখেনি তারা। যা নিয়ে হয় প্রচুর সমালোচনা।
বাবর ও রিজওয়ান ওয়ানডে সিরিজে ফিরলেও কিউইদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হয়ে হোয়াইটওয়াশ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত।
নিজের ইউটিউব চ্যানেলে কড়া সমালোচনা করে তিনি বলেছেন, টমেটো বিক্রেতারাও পাকিস্তানের নির্বাচকদের চেয়ে ক্রিকেটটা ভালো বুঝে।
“নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল সাজাতে হয়, তারা জানেই না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত, বাজে সময় যাচ্ছে। এমনকি টমেটো বিক্রেতাও জিজ্ঞাস করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেওয়া হয়নি কেন।”
“আকিবের সরে দাঁড়ানো উচিত। সে যদি চার মাস দায়িত্বে থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষেও হারবে।”