Published : 01 Feb 2025, 11:41 PM
ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানে যেন যুদ্ধের আবহ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের মানুষের প্রত্যাশাও থাকে অনেক বেশি। যথারীতি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই লড়াই ঘিরেও চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তবে ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির মনে করিয়ে দিলেন, শুধু এই একটি ম্যাচ জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে যাবেন না তারা। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ২৩ ফেব্রুয়ারি তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই এখন দেখা যায় কেবল আইসিসি ও এসিসি ইভেন্টেই। লম্বা সময় পরপর তারা মুখোমুখি হয় বলে ম্যাচ ঘিরে আগ্রহের মাত্রাও থাকে তুঙ্গে।
মুম্বাইয়ে শনিবার বিসিসিআইয়ের বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গাম্ভির বললেন, এই ম্যাচকেই সবকিছু ভাবছেন না তারা।
“দেখুন, ২৩ তারিখের ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ভেবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব না। আমি মনে করি পাঁচটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের দুবাই যাওয়ার লক্ষ্য হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, শুধু নির্দিষ্ট একটি ম্যাচ জেতা নয়। তবে হ্যাঁ, এই ম্যাচটি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাঝে একটি হয়, তাহলে আমরা যতটা সম্ভব গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করব।”
“আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার মনে হয় যখন দুই দেশ, ভারত ও পাকিস্তান একে অন্যের সঙ্গে খেলে, তখন অবশ্যই আবেগ অনেক উঁচুতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাটা থাকবে একই রকম।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক মুহূর্তের জন্যও থামার সুযোগ দেখছেন না গাম্ভির। কেননা, এখানে প্রথম পর্বে প্রতিটি দলের ম্যাচ স্রেফ তিনটি। যেখানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম পর্বে ম্যাচ ছিল ৯টি করে।
“৫০ ওভারের বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ভিন্ন। কারণ, আক্ষরিক অর্থেই প্রতিটি ম্যাচ বাঁচা-মরার। এই টুর্নামেন্টে কোথাও নির্ভার হওয়া যাবে না। আশা করি, আমরা ভালো শুরু করব। টুর্নামেন্ট জিততে হলে পাঁচটি ম্যাচ জেতা লাগবে।”