বোর্ডে লিঙ্গ বৈচিত্র ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে এই পদক্ষেপকে।
Published : 10 Apr 2024, 09:12 AM
তিনজন স্বাধীন নারী পরিচালক নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বোর্ডে লিঙ্গ বৈচিত্র ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটিকে ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে এই পদক্ষেপকে।
‘গর্বের সঙ্গে’ এই ঘোষণা দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়ান ক্যাম্পবেল, লুইস ভিক্টর-ফ্রেডেরিক ও ডেবরা করিয়াট-প্যাটনকে নিয়োগ দিয়েছে বোর্ড। আপাতত তাদের মেয়াদ এক বছর, যা শেষ হবে আগামী মার্চে।
তিনজনের মধ্যে ক্যাম্পবেল ও ভিক্টর-ফ্রেডেরিক এবারই প্রথমবার পরিচালকের দায়িত্ব পেলেন। করিয়াট-প্যাটন আগে পরিচালকের দায়িত্ব পালন করেছেন ২০১৯ থেকে ২০২১ মেয়াদে।
ক্যাম্পবেল জ্যামাইকার বিশিষ্ট ক্রিকেট সংগঠক, যার অভিজ্ঞতা প্রায় তিন দশকের। বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্রিকেট প্রশাসন, কর্পোরেট পরিচালনা ও সাংগঠিক উন্নয়নে তার দক্ষতা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত উদ্যোগকে দারুণভাবে সহায়তা করবে।”
ভিক্টর-ফ্রেডেরিক সেন্ট লুসিয়ার একজন দক্ষ ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন্স কৌশলবিদ। সেন্ট লুসিয়ার কর্পোরেট জগতে তার ভূমিকা বিশাল এবং সেখানকার চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাগ্রিকালচারের পরিচালকও তিনি। করিয়াট-প্যাটন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর একজন অ্যাটর্নি-অ্যাট-ল। বোর্ডে তিনি ‘অমূল্য আইনী দক্ষতা বয়ে আনবেন’ বলে আশা করা হয়েছে বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে।
তিন নারী পরিচালকের সঙ্গে বারবাডোজের উদ্যোক্তা হ্যালাম নিকোলসকেও নিয়োগ দেওয়া হয়েছে নতুন স্বাধীন পরিচালক হিসেবে। আগেও তিনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক ছিলেন। বোর্ডের ‘স্টেকহোল্ডার্স রিলেশন্স’ কমিটিতেও আছেন এই ব্যবসায়ী।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ জানান, নতুন পরিচালকদের হাত ধরে ক্যারিবিয়ান ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।
“ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে মাঠের ভেতরে-বাইরে ন্যায্যতা নিশ্চিত করার জন্য শুরু থেকেই আমি বৈচিত্রতা ও অন্তর্ভুক্তিকরনের পক্ষে ছিলাম। এই নিয়োগগুলো আমাদের সেই প্রতিশ্রুতিরই সহজাত অগ্রগতি।”
“তাদের বৈচিত্রময় পটভূমি, বিশদ অভিজ্ঞতা ও উৎকর্ষতার প্রতি তাদের অবিচল নিবেদন নিশ্চিতভাবেই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এগিয়ে চলায় ভূমিকা রাখবে।”