টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।
Published : 10 Jun 2024, 07:29 PM
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে তর্ক করায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ওয়েডকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার কথা জানিয়েছে আইসিসি। তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
বারবাডোজে শনিবার ইংল্যান্ডকে ৩৬ রানে হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮তম ওভারে আদিল রাশিদের তৃতীয় বলের সময় হঠাৎ করেই উচ্চ শব্দে গান বেজে ওঠে। সরে যাওয়ার ভঙ্গিতে পেছনের পায়ে ওই বল রক্ষণাত্মকভাবে খেলেন ওয়েড।
তার ভাবনা ছিল গান বেজে ওঠায় হয়তো 'ডেড বল' ঘোষণা করবেন আম্পায়ার। কিন্তু মূল আম্পায়ার নিতিন মেনন তখন জানান, ওয়েড শট খেলার কারণে 'ডেড' নয়, বরং বৈধ হিসেবে গণ্য হবে ওই বল।
আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি ওয়েড। তাৎক্ষণিকভাবে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি।
তাই মাঠের দুই আম্পায়ার নিতিন মেনন, জো উইলসন, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার জায়ারামান মাদানগোপালের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির ঘোষণা দেন।
ওয়েড নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।