এক ছাদের নিচে ৪০টিরও বেশি দেশি-বিদেশি রেস্টুরেন্ট ও ফুড ব্র্যান্ড অংশ নিচ্ছে এতে।
Published : 18 Mar 2025, 09:15 PM
রাজধানীর তেজগাঁও এলাকায় আলোকি কনভেনশন সেন্টারে সুস্বাদু সব খাবার নিয়ে বিকাল থেকে ভোররাত পর্যন্ত দুই দিনের ‘মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ১’ শুরু হয়েছে।
মঙ্গলবার শুরু দুই দিনের এ আয়োজন চলবে বুধবার ভোররাত পর্যন্ত; যেখানে খাবারের সঙ্গে বিনোদনের ব্যবস্থাও থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, প্রচলিত খাবারের পাশাপাশি ভোজন রসিকরা উপভোগ করতে পারবেন সিজলিং বারবিকিউ– ধোঁয়া ওঠা গরম কাবাব আর গ্রিল, ভিন্ন স্বাদের বাহারি সব স্ট্রিট ফুড, রঙিন সব মিষ্টির ভেলকি, গরম ও ঠান্ডা পানীয় স্টেশন এবং ইফতার ও সেহরির বিশেষ আয়োজন।
এক ছাদের নিচে ৪০টিরও বেশি দেশি-বিদেশি রেস্টুরেন্ট ও ফুড ব্র্যান্ড অংশ নিচ্ছে এ আয়োজনে। অতিথিদের বিনোদনে স্ট্যান্ডআপ কমেডিয়ান মেহেদি তরু ও তাহসিন এম খানের পরিবেশনা ও ফায়ার স্পিনিং শো থাকছে। ফুড ব্লগার ফাবিহা নওশীন প্রভা ও ইফরীত তাহিয়া উপস্থিত থাকবেন। ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবে আরও থাকবে মেহেদি কর্নার ও ক্লে স্টেশন। পুরো আয়োজনের স্পনসর হিসেবে থাকছে ফুডেলা, আল আরাফাহ ইসলামী ব্যাংক, আশিয়ান সিটি ও বেভারেজ স্পনসর হিসেবে থাকছেন পার্টেক্স স্টার গ্রুপের মাম।