বিকাশে বিভিন্ন বিল পরিশোধের পদ্ধতি জানাতে বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন স্বাধীন খসরু, এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ।
Published : 03 Mar 2025, 08:48 PM
কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের নাটকের পরিচিত তিন চরিত্রকে নিয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের নতুন বিজ্ঞাপন নির্মাণ করেছেন তার ছেলে নুহাশ হুমায়ূন।
ঘরে বসে সহজে ও নিরাপদে বিদ্যুৎসহ বিভিন্ন বিল পরিশোধের ব্যবস্থার কথা তুলে ধরে বানানো বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন স্বাধীন খসরু, এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় অনেক নাটকে এ তিনজনকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শকরা।
সোমবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞাপনটিতে কুয়ায় ঝাঁপ দিতে চান ফারুক আহমেদ। এজাজুল ইসলাম কারণ জিজ্ঞেস করলে, বিলের কাগজ কুয়ায় পড়ে যাওয়ায় বিল দেওয়া নিয়ে শঙ্কায় পড়ে ঝাঁপ দেওয়ার কথা বলেন তিনি। এমন সময় তার ভাগ্নে স্বাধীন খসরু সমাধান হিসেবে নিয়ে আসেন বিকাশ অ্যাপ।
বিকাশে প্রয়োজনীয় তথ্য দিয়ে মাসের বিল দেখতে পাওয়ার তথ্য দেন স্বাধীন খসরু এবং বিল পরিশোধের পাশাপাশি ডিজিটাল রিসিট পাওয়ার কথাও বলেন তিনি।
পরে এই তিনজন বিকাশ পে বিলের আরও কিছু বিজ্ঞাপন নিয়ে দর্শকের সামনে হাজির হবেন বলে তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নতুন বিজ্ঞাপন নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, “বাবার অত্যন্ত প্রিয় এই তিন গুণী অভিনেতাকে একসঙ্গে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারাটা আনন্দের। ডিজিটাল লেনদেনে মানুষকে আগ্রহী করতে বিকাশের সঙ্গে তাদের নিয়ে পরবর্তীতে আরও কিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা আছে।”