Published : 12 Mar 2025, 06:56 PM
ঈদ উপলক্ষে রাইডার পার্টনারদের জন্য অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা আয়োজিত `প্যান্ডা-রাইডার ঈদ কম্পিটিশন ২০২৪’ এর ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন দুজন রাইডার।
ফুডপ্যান্ডার এক সংবাদ বিজ্ঞপতিতে লা হয়, বিজয়ী রাইডার মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সীর জন্য বিমানের টিকেট এবং মক্কা ও মদিনায় থাকার সুব্যবস্থাসহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি।
ক্যাম্পেইনের আওতায় ২০২৪ সালের এপ্রিল মাস জুড়ে সর্বোচ্চ সংখ্যক ডেলিভারি ও নির্ধারিত অ্যাকসেপটেন্স রেট বজায় রাখা সহ তিনটি শর্তসাপেক্ষে সেরা ১০ জন রাইডারকে পুরস্কৃত করে ফুডপ্যান্ডা। প্রতিযোগিতায় মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সী ওমরাহ প্যাকেজ জিতে নেন। এছাড়া বাকিদের হাতে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় ফুডপ্যান্ডা।
মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার বলেন, “প্রতিযোগিতায় অংশ নিয়ে আর সবগুলো শর্ত পূরণ করে আমি ওমরাহ প্যাকেজটি জিতে নিই এবং সফলভাবে ওমরাহ পালন করে দেশে ফিরি। এই যাত্রায় আমার থাকা-খাওয়া থেকে আরম্ভ করে যাতায়াত সহ প্রতিটি ক্ষেত্রে ফুডপ্যান্ডার নিরবচ্ছিন্ন সহযোগিতা পেয়েছি, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
অপর বিজয়ী মাসুম বিল্লাহ মুন্সী বলেন, “পাসপোর্ট সংক্রান্ত কিছু জটিলতার কারণে আমার ওমরাহ যাত্রা প্রায় এক বছরের জন্য পিছিয়ে যায়। কিন্তু ফুডপ্যান্ডা আমাকে এ ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করে। তাই দেরিতে হলেও শেষ পর্যন্ত আমি সফলভাবে ওমরাহ সম্পন্ন করে আসতে পেরেছি, যার জন্য ফুডপ্যান্ডাকে ধন্যবাদ জানাই।”