Published : 02 May 2025, 03:55 PM
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পরিবেশক সম্মেলন কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে শুক্রবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাইজ উইথ স্ট্রেংথ’ প্রতিপাদ্যে সম্মেলনে দেশের নানা প্রান্তের পরিবেশকদের পাশাপাশি সেলস-মার্কেটিং টিম ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। দুইদিন ব্যাপী এ আয়োজনে ছিল উদ্বোধনী বক্তব্য, ব্যবসায়িক কৌশলভিত্তিক সেশন এবং নির্মাণ খাত নিয়ে বিশেষ আলোচনার আয়োজন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীর মনজুর তার বক্তব্যে বাংলাদেশের নির্মাণ উপকরণ এবং অবকাঠামো উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ট্যারেন্স ওং বলেন, “এই সম্মেলন কেবল একটি ডিলার কনফারেন্স নয়, এটি আমাদের পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ। আমাদের ডিলাররা শুধুই আমাদের সাপ্লাই-চেইন এর অংশ নয়; তারা আমাদের কোয়ালিটি, স্ট্রেন্থ ও উদ্ভাবনের প্রকৃত অংশীদার।”