পহেলা বৈশাখে দেশের ১৫টি স্থানে একযোগে অনুষ্ঠানে নতুন মডেলের ট্রাক্টর উদ্বোধন করা হয়।
Published : 15 Apr 2025, 05:56 PM
‘সোনালিকা ৩৫ আরএক্স’ ও ‘সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫’ (১২এফ+৩আর) নামে দুটি নতুন মডেলের ট্রাক্টর বাজারে এনেছে এসিআই মটরস।
পহেলা বৈশাখে দেশের ১৫টি স্থানে একযোগে অনুষ্ঠানে নতুন মডেলের ট্রাক্টর উদ্বোধন করা হয়; প্রধান অনুষ্ঠান হয়েছে মানিকগঞ্জে।
এসিআই মটরস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোনালিকা ৩৫ আরএক্স ট্রাক্টরে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্রাক্টরকে নিয়ন্ত্রণ আরও সহজ করেছে। কৃষি পণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায় এটি। আর সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ মডেলে রয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা ও টার্বোচার্জড ইঞ্জিন, যা যা উঁচুনিচু জমিতে কাজ করা এবং ভারবহনে বাড়তি সুবিধা দেয়।
উদ্বোধন অনুষ্ঠানে নতুন মডেলের বাহনটির বৈশিষ্ট্য ও সুবিধা দেখানো হয়। ট্রাক্টর ছাড়াও অনুষ্ঠানে বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, সেচ পাম্প, পাশাপাশি ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস উপস্থিত ছিলেন।