ছয় দিনের এ ক্যাম্পেইনে থাকছে ১ টাকা ও ১৪ টাকার ‘ডেলিভারি অফার’।
Published : 14 Apr 2025, 04:37 PM
পহেলা বৈশাখ উপলক্ষে ‘বাংলা ফুড ফেস্ট’ ক্যাম্পেইন শুরু করেছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম- পাঠাও ফুড।
সোমবার শুরু হওয়া এ ক্যাম্পেইনের আওতায় স্থানীয় রেস্তোরাঁগুলোর বাংলা খাবারে ‘আকর্ষণীয়’ নানা অফার থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাঠাও ফুড।
‘বাংলা ফুড ফেস্টে’ পাঠাও অ্যাপে থাকছে ‘দেশী স্বাদ’ ট্যাব। যেখানে ব্যবহারকারীরা এক জায়গায় খুঁজে পাবেন জনপ্রিয় সব দেশি খাবার। পান্তা-ইলিশ থেকে শুরু করে আছে ভর্তা, কাবাব, পাতুরি ও চুইগোস্তও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় দিন ধরে চলা ‘পাঠাও ফুডের’ এ ক্যাম্পেইনে থাকছে ১ টাকা ও ১৪ টাকা ‘ডেলিভারি অফার’।
১৪ ও ১৫ এপ্রিল ‘পাঠাও ফুড’ থেকে অর্ডার করলে গ্রাহকরা পাবেন ১ টাকা ডেলিভারি অফার। আর ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল মিলবে ১৪ টাকা ডেলিভারি অফার।
ক্যাম্পেইনে স্থানীয় রেস্তোরাঁগুলোর মধ্যে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, মিঠাই, নবাবী ভোজ, বাঙালিয়ানা ভোজ, নানুস ফুড ফ্যাক্টরি, সুলতানস ডাইন, আল কাদেরিয়া, রেস্টুরেন্ট রামপুরা বাজার, আল কারীম ও তেহারী ঘর অন্যতম।
‘পাঠাও ফুড’ বলছে, “শুধু ক্রেতা নয়, তারা ‘ডেলিভারি হিরোদেরও’ উৎসবে সামিল করেছে। এই ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ অর্ডার সম্পন্ন করা ১০ জন পাঠাও ফুড ‘ডেলিভারি হিরো’ পাবেন ‘বিশেষ পুরস্কার’।