নয় দিনের এ প্রতিযোগিতায় ১৪২ জন অংশ নিচ্ছেন।
Published : 15 Mar 2025, 09:27 PM
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’।
শনিবার দুপুরে খেলার উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
সেসময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু), বিচারক হিসেবে মো. হারুন অর রশিদ ও ফেডারেশনের সদস্য মো. আরিফুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন।
ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে বলেছে, মোট ১৪২ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। নয় দিনের খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবেন দেড় লাখ টাকা ও ওয়ালটনের পণ্য সামগ্রী।