Published : 26 Mar 2025, 06:01 PM
‘এক্সচেঞ্জ অফারে’ যমুনা ইলেক্ট্রনিক্সের ফ্রিজ কিনে ১২৫ সিসির পেগাসাস মোটরসাইকেল পেয়েছেন এক ব্যক্তি।
বুধবার যমুনা ইলেক্ট্রনিক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মো. মজিব উল্যা নামে ওই ব্যক্তি নোয়াখালীর চৌমুহনীতে যমুনা প্লাজায় ওই অফারে ফ্রিজ কেনে পুরস্কার জেতেন।
মজিব উল্যা বলেন, “আমি সত্যিই অবাক, আনন্দিত। পুরনো ফ্রিজ বদলে নতুন ফ্রিজ নেওয়ার পাশাপাশি পেলাম ব্র্যান্ড নিউ বাইক। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা।”
যমুনা ইলেক্ট্রনিক্স বলছে, সম্প্রতি ‘যমুনা সুপার এক্সচেঞ্জ অফার’ সফলভাবে শেষ হয়েছে। এই অফারে ক্রেতারা পুরোনো বা ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্য বিনিময় করে নতুন যমুনা ফ্রিজ, টিভি কিংবা এসি কেনার সুযোগ পান। এতে দুর্দান্ত উপহার জেতার সুযোগ রাখা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যমুনা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ্, হেড অব ব্র্যান্ড নাজমুল হক উপস্থিত ছিলেন। তারা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।