ডিজিটাল দান বাক্স’ ও ‘মুদারাবা উমরাহ’ নামে দুটি সেভিংস স্কিম চালু করেছে ব্যাংকটি।
Published : 02 Mar 2025, 08:46 PM
‘কল্যাণের জন্য সঞ্চয়’ স্লোগানে মাসব্যাপী প্রচারাভিযান শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘ডিজিটাল দান বাক্স’ ও ‘মুদারাবা উমরাহ’ নামে দুটি সেভিংস স্কিমেরও উদ্বোধন করা হয় এদিন।
ক্যাম্পেইন চলাকালে ‘মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট’, ‘মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট’, ‘মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট’, ‘মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট’, ‘ডিজিটাল দান বাক্স’ ও ‘মুদারাবা উমরাহ সেভিংস স্কিম’কে জনপ্রিয় করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর এম মাসুদ রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জমান।