ইউল্যাবে ৪ দিনের প্রশিক্ষণে চলচ্চিত্র বানাল ২০ স্কুলছাত্রী

প্রশিক্ষণের শেষ দিনে 'বিজ্ঞানে সকলের অধিকার সমান' বিষয়ে নির্মিত চলচ্চিত্র দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2023, 05:31 PM
Updated : 1 Jan 2023, 05:31 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) চার দিনের মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় ক্ষুদে স্কুল প্রশিক্ষণার্থীরা একটি চলচ্চিত্র নির্মাণ করেছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের যৌথ আয়োজনে এ কর্মশালা হয়; সহযোগী হিসেবে ছিল গ্যোটে ইনস্টিটিউট।

দু্ই ধাপের এ কর্মশালায় ৩০ ও ৩১ ডিসেম্বর জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার স্কুল এবং কে কে ফাউন্ডেশনের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে ইউল্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে প্রশিক্ষণ দেন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ) প্রশিক্ষক জাহিদ গগন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু মেয়েদের জন্য বিশেষ এ আয়োজনে হাতেকলমে প্রশিক্ষণের পর 'বিজ্ঞানে সকলের অধিকার সমান' বিষয়ে তারা একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। শনিবার তা পর্দায় দেখানো হয়।

Also Read: ইউল্যাবে মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

এর আগে ২৩ ও ২৪ ডিসেম্বর প্রথম দফায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নবম আসরের সমাপনী দিনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।