ইউল্যাবে মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

প্রশিক্ষণের পর 'বিজ্ঞানে সকলের অধিকার সমান' বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করবে প্রশিক্ষণার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2022, 02:46 PM
Updated : 27 Dec 2022, 02:46 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাবে চারদিনব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের যৌথ আয়োজনে দুটি ধাপে এ কর্মশালা হচ্ছে বলে ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গত ২৩ ও ২৪ ডিসেম্বর ২০ জন স্কুল শিক্ষার্থী এতে অংশ নিয়েছে; আর আগামী ৩০ ও ৩১ ডিসেম্বরও বিনামূল্যের এই কর্মশালায় প্রশিক্ষণার্থীরা নিতে পারবে।

শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ এই আয়োজনে হাতেকলমে প্রশিক্ষণের পর 'বিজ্ঞানে সকলের অধিকার সমান' বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করবে প্রশিক্ষণার্থীরা।