ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ এবং পরে শোভাযাত্রা করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
Published : 04 Jan 2023, 09:00 PM
বৈষম্য ও বেকার সৃষ্টির শিক্ষা ও সমাজব্যবস্থা বদলের লক্ষ্যে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাসদ সমর্থক ছাত্রলীগ (ননী-মাসুদ)।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ এবং পরে শোভাযাত্রা করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, স্বাধীনতার ৫১ বছরের মাথায় শিক্ষাক্ষেত্র থেকে বৈষম্য-নৈরাজ্য-বিশৃঙ্খলা-দুর্নীতি দূর করতে না পারাটা জাতীয় নেতাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
কোনো অজুহাত না দেখিয়ে শিক্ষাক্ষেত্রে এগুলো দূর করে মানসম্মত বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষা চালুর আহ্বান জানান তিনি। শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিও করেন তিনি।
সমাজের ও শিক্ষায় বৈষম্য অবসানে স্বাধীনতার চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাস্তবায়নে দুঃশাসন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিরীন।
সংগঠনের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, ছাত্রলীগের সাবেক নেতা ও জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, সাবেক ছাত্রনেতা ও জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম সুমন ও আহসান হাবীব শামীম।